ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

এজলাসে বিচারপতিকে ডিম নিক্ষেপ, প্রধান বিচারপতির উদ্বেগ

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৭, ২৮ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:৫০, ২৮ নভেম্বর ২০২৪
এজলাসে বিচারপতিকে ডিম নিক্ষেপ, প্রধান বিচারপতির উদ্বেগ

সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করার অভিযোগে এজলাস কক্ষে হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারাসহ সারা দেশের আদালতে সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনাবলীতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সুপ্রিম কোর্টের আপিল বিভাগের গণমাধ্যম কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘‘২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে যে নজিরবিহীন অনভিপ্রেত ঘটনাবলী সংঘটিত হয়েছে এবং একই সাথে দেশের জেলা আদালতসমূহে সাম্প্রতিক সময়ে যে সকল অনাকাঙ্ক্ষিত পরিস্থতির সৃষ্টি হয়েছে, সে সকল বিষয় সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি।’’

এতে আরও বলা হয়, ‘‘সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগসহ দেশের আদালতসমূহে এরূপ পরিস্থিতির পুনরাবৃত্তি রোধে এরই মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে।’’ 

প্রধান বিচারপতি দেশের সব আদালত ও ট্রাইব্যুনালকে তাদের স্বাভাবিক কার্যক্রম বজায় রেখে বিচারপ্রার্থী জনগণকে সেবা দেওয়ার ধারা অব্যাহত রাখার নির্দেশনা দিয়েছেন।

বুধবার দুপুরের পরে বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলামের হাইকোর্ট বেঞ্চে বিচারকাজ চলছিল। যখন আইটেম ১২ নম্বর চলে, তখন একদল আইনজীবী এজলাস কক্ষে প্রবেশ করেন। তারা ডায়াসের সামনে গিয়ে বিচারপতি মো. আশরাফুল কামালের উদ্দেশে বলেন, ‘‘আপনি একজন বিচারপতি হয়ে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে বিরূপ মন্তব্য করেছেন। আপনি এখনও যদি ওই চিন্তাভাবনা পোষণ করেন, তাহলে আপনার বিচারকাজ পরিচালনার অধিকার নেই।’’ 

এক পর্যায়ে আইনজীবীদের মধ্যে কেউ একজন বিচারপতি মো. আশরাফুল কামালকে লক্ষ্য করে ডিম ছুড়ে মারেন। সেই ডিম বিচারপতির আসনের সামনে থাকা ডেস্কে লাগে। এছাড়া, কিছু আইনজীবী সেখানে হইচই করতে থাকেন। এ অবস্থায় বিচারপতি মো. আশরাফুল কামাল ও বিচারপতি কাজী ওয়ালিউল ইসলাম এজলাস ছেড়ে নেমে খাস কামরায় চলে যান। 

অভিযোগ রয়েছে, ২০১৬ সালে সংবিধানের ষোড়শ সংশোধনী মামলার রায়ে জিয়াউর রহমানকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিচারপতি আশরাফুল কামাল।

ঢাকা/মামুন/রফিক


সর্বশেষ

পাঠকপ্রিয়