ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৬ টুকরো করা হয় আশরাফুলকে

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৮, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:১২, ১৪ নভেম্বর ২০২৫
২৬ টুকরো করা হয় আশরাফুলকে

উদ্ধারকৃত ড্রাম, ইনসেটে নিহত আশরাফুল হক।

জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রামের ভেতর থেকে ২৬ টুকরো লাশের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ। তার নাম আশরাফুল হক। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে শাহবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খালিদ মনসুর জানান, জাতীয় ঈদগাহ মাঠের পাশের পানির পাম্প সংলগ্ন ফুটপাতের একটি ড্রামের ভেতর থেকে এক পুরুষের ২৬ টুকরো লাশ উদ্ধার করা হয়। প্রথমে তার নাম পরিচয় জানা যায়নি। পরে ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার নাম জানা যায় আশরাফুল হক। তার বাড়ি রংপুরের বদরগঞ্জ উপজেলায়।

পুলিশের ধারণা, দুয়েকদিন আগে হত্যা করা হয় তাকে। পরে ড্রামে করে মরদেহ ফেলে রেখে যাওয়া হয়। খণ্ডিত মরদেহের গালা থেকে পা পর্যন্ত সবকিছুই আলাদা করা। মুখে দাড়ি রয়েছে। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছরের মধ্যে হবে বলে ধারণা করা হচ্ছে। 

হাইকোর্ট মাজারের মাঠের কোণে পানির পাম্পের সামনে ফুটপাতে কে বা কারো ফেলে রেখে যায় একটি নীল রঙের ছোট ড্রাম। এরপর পথচারীরা ড্রামের ভেতরে ওই ব্যক্তির খণ্ডবিখণ্ড মরদেহ আবিস্কার করে। ফুটপাতে পাওয়া দুটি ড্রামের একটিতে লাশ, অন্যটিতে চাল পাওয়া গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনা জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে পুলিশ ড্রাম খুলে অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তির লাশের টুকরোগুলো দেখতে পায়। পরে ময়নাতদন্তের জন্য লাশের টুকরোগুলো হাসপাতাল মর্গে নেওয়া হয়।

ঢাকা/এমআর/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়