ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

অবরোধের প্রভাব নেই রাজধানীতে, যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৪২, ৩১ অক্টোবর ২০২৩   আপডেট: ১৫:৫৩, ৩১ অক্টোবর ২০২৩
অবরোধের প্রভাব নেই রাজধানীতে, যান চলাচল স্বাভাবিক

বিএনপি-জামায়াতের ডাকা ৭২ ঘণ্টার অবরোধ শুরু হয়েছে। গত রোববারের হরতালের দিনের তুলনায় অবরোধের প্রথম দিন আজ রাজধানীতে যান চলাচল অনেকটা স্বাভাবিক রয়েছে। জনমনে কিছুটা আতঙ্ক থাকলেও জীবিকার তাগিদে কর্মস্থলে ছুটছেন মানুষ।

রাজধানীর গুলিস্তান, পল্টন, শাহবাগ, নতুনবাজার, গুলশান, বাংলামোটর ও কারওয়ান বাজার এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে।

পড়ুন: বিএনপি-জামায়াতের ৭২ ঘণ্টার অবরোধ শুরু

রোববার (২৯ অক্টোবর) সকালে শনিরআখড়া, কাজলা এলাকা ঘুরে দেখা যায়, জীবিকার তাগিদে সকাল থেকেই ছুটছে লোকজন। যানবাহন চলছে অন্যান্য স্বাভাবিক দিনের মতই। সায়েদাবাদ থেকে দূরপাল্লার ছেড়ে আসা যাত্রীবাহী বাসও দেখা যায়। অন্যান্য যানবাহনও চলছে স্বাভাবিকভাবে। তবে অতীত অবরোধের অভিজ্ঞতায় কিছুটা আতঙ্ক কাজ করছে জনসাধারণের মধ্যে। তারা বলছেন, ককটেল বিস্ফোরণ, বাসে আগুন দেওয়ার ঘটনা তো এখনো মনে আছে। তাই কিছুটা আতঙ্ক কাজ করছে।

বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন শরীফ হোসেন। তিনি বলেন, অবরোধে তো সবকিছুই স্বাভাবিক। জীবিকার তাগিদে ছুটতে হচ্ছে। তবে অতীতে দেখেছি অবরোধে ককটেল বিস্ফোরণ, যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা। তাই কিছুটা আতঙ্কে আছি।

আমির হোসেন নামে একজন ব্যাংক কর্মকর্তা বলেন, দেখে তো মনে হচ্ছে না কোনো রাজনৈতিক দলের কর্মসূচি চলছে। সবকিছুই তো স্বাভাবিক। জীবনযাত্রা স্বাভাবিক থাকলেই ভালো। তবে দূরপাল্লার বাসে যাত্রী কিছুটি কম। রাজধানীতে চলাচলরত রাতে বাসে যাত্রী সংখ্যা স্বাভাবিকই। যাত্রীদের জটও দেখা যায়। মানিকগঞ্জ, নারায়ণগঞ্জের বাসও চলতে দেখা গেছে। ঢাকার বাইরে থেকে দূরপাল্লার বাস যাত্রী নিয়ে রাজধানীতে প্রবেশ করার দৃশ্যও দেখা যায়।

পড়ুন: ঢাকাসহ বিভিন্ন স্থানে বিজিবি মোতায়েন

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড এবং সেখানে পুলিশি হামলার প্রতিবাদে ২৯ অক্টোবর সারা দেশে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যার হরতাল পালিত হয়। এরপর রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ঘোষণা করেন, ৩১ অক্টোবর (মঙ্গলবার) থেকে ২ নভেম্বর পর্যন্ত টানা অবরোধ পালন করবে বিএনপি ও এর শরিক গণতন্ত্র মঞ্চ। পরে জামায়াতও অবরোধের ডাক দেয়।

/মামুন/এসবি/

সম্পর্কিত বিষয়:

ঘটনাপ্রবাহ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়