ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বিয়ের ছবিতে শবনম ফারিয়া যেমন

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ২০ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৫:৫৩, ২০ সেপ্টেম্বর ২০২৫
বিয়ের ছবিতে শবনম ফারিয়া যেমন

শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া আবারও আলোচনায়—কারণ তার বিয়ে। শুক্রবার বাদ আসর ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের একটি মসজিদে পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে ফারিয়া ও তানজিম তৈয়ব বিবাহবন্ধনে আবদ্ধ হন। ফারিয়ার বিয়ের ছবিতে আজকের ফটোফিচার।

শবনম ফারিয়া ও তানজিম তৈয়ব—একসঙ্গে জীবনের নতুন পথে। ঢাকার মাদানী অ্যাভিনিউয়ের মসজিদে সম্পন্ন হলো বিয়ের আনুষ্ঠানিকতা। ফারিয়ার বর তানজিম তৈয়ব—রাজশাহীর ছেলে, বর্তমানে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত।

বিয়ের দিনে দুই পরিবারের ঘনিষ্ঠজনরা ছিলেন সঙ্গে। মসজিদে উপস্থিত অতিথিদের বাদাম ও খেজুর খাইয়ে আপ্যায়ন করলেন নবদম্পতি।

একেবারেই হঠাৎ সিদ্ধান্তে বিয়ে—জানালেন ফারিয়া। ফারিয়ার ভাষায়—“বিয়ে নিয়ে আমার অনুভূতি বরাবরই জটিল। তবে পরিবারের সিদ্ধান্তেই এই অধ্যায়।”

তানজিম তৈয়ব অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। ভবিষ্যতে সহকর্মী ও আত্মীয়দের উপস্থিতিতে বিয়ের সংবর্ধনা অনুষ্ঠান করবেন বলে জানা গেছে।

নতুন জীবনের জন্য সবার দোয়া ও শুভকামনা চেয়েছেন ফারিয়া।

একেবারেই সীমিত আয়োজনে সম্পন্ন হওয়া এই বিয়ের ছবি এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফারিয়ার বন্ধু-বান্ধব ছাড়াও বিয়ের বিশেষ মুহূর্তগুলো প্রকাশ করেছে ড্রিম উইভার।

ঢাকা/রাহাত/লিপি

সর্বশেষ

পাঠকপ্রিয়