ঢাকা     সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০২৪ ||  আশ্বিন ১ ১৪৩১

বাড়ি পুড়লো মাশরাফির, ভারতবাসী জানলো লিটন দাসের

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ৬ আগস্ট ২০২৪  
বাড়ি পুড়লো মাশরাফির, ভারতবাসী জানলো লিটন দাসের

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে যাওয়ার পর পরই আওয়ামী লীগ সমর্থিত মন্ত্রী, এমপি ও সমর্থকদের বাড়িতে হামলা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় নড়াইল-২ আসনের এমপি সাবেক ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা হয় এবং পুড়িয়ে দেওয়া হয়।

কিন্তু ‘হিন্দুতভা নাইট’ নামক একটি ‘এক্স’ অ্যাকাউন্ট থেকে এই বলে গুজব ছড়ানো হয় যে, সনাতন ধর্মাবলম্বী ক্রিকেটার লিটন দাসের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তার পোস্টটি ১.১ মিলিয়ন মানুষ দেখে। ৫ হাজার ৮৮২ জন রিপোর্ট করে, ৮১১ জন কমেন্ট করে, ১৯ হাজার ৬০০ মানুষ লাইক দেয় এবং ১ হাজার ১১৫ জন বুকমার্ক করে।

যদিও পরবর্তীতে ভারতের বেশ কিছু সংবাদ মাধ্যম প্রকৃত ঘটনা তুলে ধরে। কিন্তু লিটন দাসের নামে মাশরাফির বাড়ি দাউ দাউ করে জ্বলার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। এতে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টির তীব্র নিন্দা জানান। বাংলাদেশের মানুষ সম্পর্কে বিরুপ মন্তব্য করেন।

‘ভারতের দ্য ইকোনোমিক টাইমস’ তাদের শিরোনামে লিখে, ‘Liton Das, Bangladesh cricketer', house set on fire by protesters? Here is the truth behind viral videos. (বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের বাড়িতে কি আগুন দিয়েছে আন্দোলনকারীরা? ভাইরাল হওয়া ভিডিও’র পেছনের সত্য)।’

পাকিস্তানের ডন পত্রিকা অবশ্য ভিন্ন কিছু করে। তারা শিরোনামে লিখে, ‘Fact check: Mashrafe Mortaza’s house was burnt in Bangladesh protests, not Liton Das’s (ফ্যাক্ট চেক: আন্দোলনে মাশরাফির বাড়ি পুড়িয়েছে, লিটন দাসের নয়।’।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়