ঢাকা     শনিবার   ১৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩১

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ইংলিস

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৮, ৬ নভেম্বর ২০২৪  
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি অধিনায়ক ইংলিস

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। অবশেষে একজনকে নেতৃত্বভার বুঝিয়ে দিলো অজিরা। অস্ট্রেলিয়ার নতুন অধিনায়ক জস ইংলিস। অবশ্য ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তার কাঁধেই থাকবে দলকে সামলানোর ভার। 

পাকিস্তানের বিপক্ষে দলে সিনিয়রদের একাংশ না থাকায় ইংলিসকে অধিনায়কত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্যাট কামিন্সের পাশাপাশি স্টিভেন স্মিথ, জশ হেইজেলউড, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেন চলে যাবেন বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য। সব মিলিয়ে অস্ট্রেলিয়ার ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নেতৃত্ব পেয়ে গেছেন ইংলিস।

ইংলিসের এই নেতৃত্ব অবশ্য চমকের মতো। কেননা দলে অভিজ্ঞ গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্ট ছিলেন, ধারণাও করা হচ্ছিল তাদের কেউ দায়িত্ব পাচ্ছেন। তবে সেদিকে গেল না ক্রিকেট অস্ট্রেলিয়া। গত মৌসুমে বিগ ব্যাশে পার্থ স্কর্চার্সের সহ-অধিনায়ক হিসেবে থাকা এই ব্যাটারকেই বেছে নিলো তারা।

আরো পড়ুন:

ইংলিশকে কেন নেতৃত্ব দেওয়া? প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক জর্জ বেইলির ভাষ্য, ‘আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ জশ। মাঠের ভেতরে-বাইরে দারুণ সম্মানও পায় সবার কাছ থেকে। আগে সে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃত্ব দিয়েছে।’

ওয়ানডে সিরিজের প্রথমটি জিতে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। শুক্রবার অ্যাডিলেডে দ্বিতীয় ম্যাচটি খেলে টেস্টের প্রস্তুতি চলে যাবেন কামিন্স-স্মিথরা। রোববার (১০ নভেম্বর) পার্থে শেষ ম্যাচে টস করবেন ইংলিস। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু ১৪ নভেম্বর।

ঢাকা/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়