ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ২ মার্চ ২০২৫   আপডেট: ১১:৪৪, ২ মার্চ ২০২৫
জয় শাহের সাথে সাক্ষাতের পর পাকিস্তান যাবেন ফারুক

চলতি বছরের শুরুতে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যান হওয়া জয় শাহের সঙ্গে সাক্ষাত করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট ফারুক আহমেদ। এরপর পাকিস্তান যাওয়ার কথা রয়েছে তার।

রাইজিংবিডকে বিসিবি অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছে। ৪ মার্চ চলমান চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল চলাকালীন দুবাইয়ে জয় শাহের সাথে সাক্ষাত হবে ফারুকের। ইতিমধ্যে জয় শাহের আমন্ত্রণ পেয়েছেন বিসিবি প্রেসিডেন্ট।

আরো পড়ুন:

বিসিবি অফিশিয়াল বলেন, “দুবাইয়ে আইসিসি প্রেসিডেন্ট জয় শাহর সাথে সাক্ষাত হবে বিসিবি প্রেসিডেন্টের। জয় শাহ আমন্ত্রণ পাঠিয়েছেন। আশা করা হচ্ছে দুজন ক্রিকেট নিয়ে মতবিনিময় করবেন।”

এদিকে দুবাইয়ের পাঠ শেষে পরদিন পাকিস্তান যাওয়ার কথা রয়েছে ফারুকের। দ্বিতীয় সেমিফাইনালের জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। এ সময় পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট মহসিন নাকবির সাথে সাক্ষাত করবেন ফারুক। ৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ঢাকা/রিয়াদ/নাভিদ

সর্বশেষ

পাঠকপ্রিয়