ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজ সেরা

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২৩:২৫, ৯ মার্চ ২০২৫   আপডেট: ২৩:২৯, ৯ মার্চ ২০২৫
রোহিত ম্যাচসেরা, রাচিন সিরিজ সেরা

ভারতের শ্রেষ্ঠত্বের মধ্য দিয়ে পর্দা নামলো আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি-২০২৫ এর। আজ রোববার (০৯ মার্চ, ২০২৫) রাতে নিউ জিল্যান্ডকে ৪ উইকেটের ব্যবধানে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভারত।

ভারতের শিরোপা জয়ের ক্ষেত্রে ফাইনালে দারুণ ভূমিকা পালন করেন অধিনায়ক রোহিত শর্মা। তিনি রান তাড়া করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৮৩ বলে ৭৬ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলের জয়ের ভিত গড়ে দিয়ে যান। তাতে ম্যাচসেরার পুরস্কারও পান তিনি।

আরো পড়ুন:

অন্যদিকে সিরিজ সেরা হয়েছেন নিউ জিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র। তিনি টুর্নামেন্টে মাত্র ৪ ম্যাচ খেলে দুই সেঞ্চুরিতে রান করেন ২৬৩টি। পাশাপাশি উইকেট নেন ৩টি। তাতে সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে।

ম্যাচসেরার পুরস্কার নিতে এসে রোহিত বলেছেন, ‘‘এটা দারুণ অনুভূতি। পুরো টুর্নামেন্ট জুড়ে আমরা ভালো ক্রিকেট খেলেছি। ফল আমাদের পক্ষে আসায় আনন্দটা আরও বেড়ে গেছে।’’  

নিজের আক্রমণাত্মক ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেন, ‘‘আক্রমণাত্মক খেলার ধরণ আমার স্বাভাবিক নয়, কিন্তু এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। যখন কিছু ভিন্ন কিছু করার চেষ্টা করেন, তখন দলের ও ম্যানেজমেন্টের সমর্থন থাকা খুব জরুরি। আমি আগে রাহুল (রাহুল দ্রাবিড়) ভাইয়ের সঙ্গে কথা বলেছি, এখন গৌতি (গৌতম গম্ভীর) ভাইয়ের সঙ্গেও আলোচনা করেছি। এটা আমি সত্যিই করতে চেয়েছিলাম। এত বছর ধরে আমি ভিন্নভাবে খেলেছি, আর এখন এই নতুন ধরনে ভালো ফল আসছে।’’  

দুবাইর উইকেট ও নিজের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে চ্যাম্পিয়ন দলের অধিনায়ক বলেন, ‘‘পিচের স্বাভাবিক বৈশিষ্ট্য বুঝতে হয়, আর আমি শুরুতে প্রথম পাঁচ-ছয় ওভার কিভাবে খেলতে চাই, সে ব্যাপারে একদম পরিষ্কার ছিলাম। আগে কখনো কখনো আউটও হয়েছি, তবে সঠিকভাবে পরিকল্পনা বাস্তবায়ন করাটাই মূল বিষয়। ব্যাটিং লাইনআপের গভীরতা আমাকে স্বাধীনতা দেয়, যা আমার জন্য সহায়ক।’’

ম্যাচ শেষে পুরস্কার নিতে এসে রাচিন বলেছেন, ‘‘এটা অবশ্যই মিশ্র অনুভূতি। ফাইনালটা ছিল দারুণ। ব্যক্তিগত স্বীকৃতি পাওয়া ভালো লাগে, তবে দলের হয়ে খেলা আরও বড় ব্যাপার।’’

আইসিসি টুর্নামেন্টে এত ভালো খেলার পেছনের রহস্য জানিয়ে সিরিজ সেরা এই অলরাউন্ডার বলেন, ‘‘সম্ভবত ভালো পিচে খেলার সুযোগ পাই। টুর্নামেন্ট ক্রিকেট খেলতে ভালো লাগে। কারণ, এখানে একটা নির্দিষ্ট লক্ষ্য থাকে। আমার অতীত পারফরম্যান্স নিয়ে গর্বিত। অনেক মানুষকে ধন্যবাদ জানাতে চাই। যদি ট্রফি জেতা যেত, তাহলে সবকিছু আরও সুন্দর হতো, কিন্তু ক্রিকেট আসলেই নির্মম খেলা।’’

‘‘দলের প্রতিটি সদস্যের ভূমিকা থাকে। এখানে কেউ অভিজ্ঞ বা নতুন বলে আলাদা নয়। আমরা সবাই একসঙ্গে খেলি, দল হিসেবেই এগিয়ে যাই।’’ যোগ করেন তিনি।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়