ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাস্তি পেলেন টিম ডেভিড

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ৫ আগস্ট ২০২৫  
শাস্তি পেলেন টিম ডেভিড

ক্রিকেট মাঠে আবেগের বহিঃপ্রকাশ যেন এক পরিচিত চিত্র। তবে সেই আবেগ যদি নিয়মের সীমা অতিক্রম করে, তাহলে শাস্তি অনিবার্য। এবার এমনই এক ঘটনার জেরে শাস্তির মুখোমুখি হয়েছেন অস্ট্রেলিয়ার হার্ড-হিটার ব্যাটসম্যান টিম ডেভিড।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে আচরণবিধি ভঙ্গ করেন ডেভিড। ঘটনাটি ঘটে সেন্ট কিটসে, যেখানে অস্ট্রেলিয়া ১৭১ রানের লক্ষ্য তাড়া করছিল। ম্যাচের পঞ্চম ওভারে ক্যারিবীয় বোলার আলজারি জোসেফের একটি বল লেগ সাইড দিয়ে বাইরে গেলে ডেভিড ইঙ্গিত করেন যে সেটি ‘ওয়াইড’ হওয়া উচিত ছিল। দুই হাত প্রসারিত করে আম্পায়ারকে ইশারায় অনৈক্যমত প্রকাশ করেন তিনি। যা আইসিসি’র কোড অব কন্ডাক্ট তথা আচরণবিধির পরিপন্থী।

আরো পড়ুন:

আইসিসি তার বিবৃতিতে জানিয়েছে, টিম ডেভিডকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। এই শাস্তি এসেছে আইসিসির আচরণবিধির ২.৮ ধারা অনুযায়ী, যেখানে আম্পায়ারের সিদ্ধান্তে প্রকাশ্যে অসন্তোষ দেখানোকে লেভেল-১ অপরাধ হিসেবে ধরা হয়।

ঘটনাক্রমে মাঠে দায়িত্বে ছিলেন আম্পায়ার লেসলি রাইফার ও জাহিদ বাসারাথ। টিভি আম্পায়ার হিসেবে ছিলেন ডেইটন বাটলার এবং রিজার্ভ হিসেবে গ্রেগরি ব্র্যাথওয়েট।

উল্লেখ্য, সিরিজজুড়ে অস্ট্রেলিয়া দারুণ পারফরম্যান্স দেখিয়েছে। টেস্ট ও টি-টোয়েন্টি মিলিয়ে আটটি ম্যাচে পূর্ণ জয় পায় দলটি। অভিযুক্ত ম্যাচেও ৩০ রানের ঝড়ো ইনিংস খেলেন ডেভিড,  ১২ বলে ১টি চার ও ৪টি ছক্কার মাধ্যমে। ম্যাচে অজি পেসার বেন ডাওয়ারশুইস ৪ ওভারে ৩ উইকেট নিয়ে হন ম্যাচ সেরা।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়