ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সিকান্দার রাজা এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩২, ৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪৪, ৩ সেপ্টেম্বর ২০২৫
সিকান্দার রাজা এখন বিশ্বের এক নম্বর অলরাউন্ডার

জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে উঠে এসেছেন ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে। শ্রীলঙ্কার বিপক্ষে সদ্যসমাপ্ত ওয়ানডে সিরিজেই তার ঝলক দেখা গিয়েছে। আর সেই ধারাবাহিকতা তাকে দুই ধাপ এগিয়ে দিয়েছে আইসিসির সর্বশেষ তালিকায়।

আগে তিন নম্বরে থাকা রাজা এখন সিংহাসন দখল করেছেন আফগানিস্তানের অলরাউন্ডার আজমাতুল্লাহ ওমরজাইয়ের কাছ থেকে। ওমরজাই নেমে গেছেন দুই নম্বরে। যদিও সিরিজে জিম্বাবুয়ে ০-২ ব্যবধানে হেরেছে, তবুও রাজার ব্যাট হাতে লড়াকু ভঙ্গি সবাইকে মুগ্ধ করেছে। তিনি দুটি হাফ-সেঞ্চুরি করেছেন এবং নিয়েছেন একটি উইকেটও। ব্যাটসম্যানদের তালিকায়ও তিনি উন্নতি করে এখন অবস্থান করছেন ২২ নম্বরে।

আরো পড়ুন:

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার সামনে ছিল ২৯৯ রানের লক্ষ্য। ১৬১ রানে ৫ উইকেট হারিয়ে ম্যাচটি প্রায় হাতছাড়া হয়ে গিয়েছিল। তখন রাজা এগিয়ে আসেন। টনি মুনিয়োঙ্গার সঙ্গে গড়ে তোলেন গুরুত্বপূর্ণ জুটি। ৮৭ বলে খেলেন দুর্দান্ত ৯২ রানের ইনিংস। যদিও ম্যাচ জেতাতে পারেননি, তার ইনিংসটি ছিল লড়াইয়ের প্রতীক।

দ্বিতীয় ওয়ানডেতেও তিনি ছিলেন দলের সেরা ব্যাটার। কঠিন পিচে ৫৫ বলে করেন ৫৯ রান। কিন্তু এবারও জিম্বাবুয়ে জয় তুলে নিতে ব্যর্থ হয় এবং সিরিজ হেরে বসে ০-২ ব্যবধানে।

ওয়ানডেতে ওমরজাই নামলেও আফগানিস্তানের আরেক তারকা মোহাম্মদ নবী জায়গা করে নিয়েছেন টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে। ত্রিদেশীয় সিরিজে অসাধারণ খেলার পর তিনি এক ধাপ এগিয়েছেন। এখন তার ওপরে আছেন কেবল ভারতের হার্দিক পান্ডিয়া। ফলে আসন্ন এশিয়া কাপে পান্ডিয়া ও নবীর লড়াই হয়তো নির্ধারণ করবে কে থাকবেন টি-টোয়েন্টির অলরাউন্ডারদের শীর্ষে।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়