ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আফগানিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১৭ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২০:৩১, ১৭ সেপ্টেম্বর ২০২৫
আফগানিস্তানকে হারিয়ে সুখবর পেল বাংলাদেশ

এশিয়া কাপে সুপার ফোরের টিকিট নিশ্চিত করতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না বাংলাদেশের সামনে। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে সেই ‘ডু অর ডাই’ ম্যাচে আফগানিস্তানকে ৮ রানে হারিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে লিটন দাসের দল। শুধু টুর্নামেন্টে টিকে থাকার লড়াই নয়, এই জয়ের পর আইসিসির কাছ থেকেও মিলেছে সুখবর।

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) প্রকাশিত আইসিসি’র সর্বশেষ টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে একধাপ এগিয়ে নবম স্থানে উঠেছে বাংলাদেশ। আফগানিস্তানের সঙ্গে সমান ২২২ রেটিং পয়েন্ট থাকলেও মোট পয়েন্টে এগিয়ে থাকায় টাইগাররা নবমে উঠে আসে। ফলে আফগানরা পিছিয়ে গিয়ে ঠাই নিয়েছে দশে। বাংলাদেশের মোট পয়েন্ট এখন ১২,২২৩, যেখানে আফগানিস্তানের সংগ্রহ ৮,২১৩।

আরো পড়ুন:

বর্তমানে ২৭১ রেটিং নিয়ে শীর্ষে ভারত, দুই নম্বরে অস্ট্রেলিয়া (২৬৬) এবং তিনে ইংল্যান্ড (২৫৭)। এরপর ক্রমান্বয়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও পাকিস্তান অবস্থান করছে শীর্ষ দশে।

এশিয়া কাপে বাংলাদেশ শুরুটা করেছিল জয় দিয়েই, হংকংকে হারিয়ে। কিন্তু দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে যায় লিটন দাসের দল। যা সুপার ফোরের সমীকরণকে জটিল করে তোলে। তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারানোয় এখনো টিকে আছে সম্ভাবনা। 

বাংলাদেশের ভাগ্য এখন নির্ভর করছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের ওপর। যদি শ্রীলঙ্কা জেতে, তবে সরাসরি সুপার ফোরে চলে যাবে বাংলাদেশ। কিন্তু আফগানিস্তান জিতলে তখন তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। আর হিসাবনিকাশ গড়াবে রান রেটে।

ধরুন, আফগানিস্তান আগে ব্যাট করে ২০০ রান করলে, শ্রীলঙ্কার কেবল ১২৮ রান তুললেই যথেষ্ট হবে পরের রাউন্ডে যেতে। আবার আফগানরা ১৫০ করলে, শ্রীলঙ্কার ৮৪ রান করলেই হবে। বিপরীতে যদি শ্রীলঙ্কা আগে ব্যাট করে, তবে বাংলাদেশকে সুপার ফোরে তুলতে হলে আফগানদের জিততে হবে প্রায় ১১-১২ ওভারের মধ্যে।

অর্থাৎ, মাঠের লড়াইয়ে আফগানিস্তানকে হারিয়ে বাংলাদেশ নিজের কাজটা করেছে। এখন শুধু বাকি দলের ম্যাচ ফলের অপেক্ষা- যা ঠিক করে দেবে টাইগারদের স্বপ্নপূরণের পথ।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়