ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

আন্তর্জাতিক ডেস্ক

ট্রাম্পের ওপর হামলা: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ট্রাম্পের ওপর হামলা: বিশ্ব নেতাদের প্রতিক্রিয়া

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘ট্রাম্পের ওপর হামলায় সারা (তার স্ত্রী) এবং আমি হতবাক হয়েছি। আমার তার নিরাপত্তা ও দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করি।’ হুন্ডুরাস প্রেসিডেন্ট জিওমোরা ক্যাস্ট্রো ডি জেলিয়া বলেন, ‘সহিংসতা আরও সহিংসতার জন্ম দেয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীর নির্বাচনী প্রচারে এমন হামলায় আমি দুঃখ প্রকাশ করছি।’ হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান বলেন, ‘এমন দুর্যোগপূর্ণ সময়ে আমি সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য প্রার্থনা করি।’ যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অফিস থেকে এক বিবৃতিতে বলা হয়, পেনসিলভেনিয়ায় ট্রাম্পের ওপর এমন হামলায় আমরা হতবাক হয়ে গেছি। আমরা এমন ঘটনার নিন্দা জানাই। সাবেক প্রেসিডেন্টের ওপর নির্বাচনী সমাবেশে এমন হামলায় তার পরিবারের প্রতি সমবেদনা জানাই। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, গণতন্ত্র বিরোধী যে কোন সহিংসতার বিপক্ষে আমরা। সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্রুত আরোগ্যের প্রার্থনা করি। ইউ পররাষ্ট্রনীতির প্রধান জোসেফ ব্যারেল ফন্টিলিস বলেন, সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের ওপর হামলায় অবাক হয়ে গেছি। আমি এ হামলায় গভীর দু”খ প্রকাশ করছি। আবার বলছি, আমরা রাজনৈতিক হামলা বিপক্ষে। স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে পেনসিলভানিয়ায় রিপাবলিকান প্রার্থীর নির্বাচনী প্রচারে হামলার শিকার হন ট্রাম্প। হামলাকারীর গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশ ফুটো হয়ে গেছে। ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যে এই হামলা করা হয় বলে মনে হচ্ছে। সন্দেহভাজন হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। এদিকে প্রেসিডেন্ট বাইডেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন। হামলার পরে সিক্রেট সার্ভিস এক বিবৃতিতে জানায়, পেনসিলভানিয়ার বাটলারে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুড়েছেন। তিনি সমাবেশস্থলের বাইরে থেকেই হামলা চালান। এতে মঞ্চের সামনে দর্শকসারিতে থাকা একজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরও দুজন। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে সন্দেহভাজন হামলাকারী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। হামলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। হামলার এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এফবিআই) ঘটনাটি অবহিত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

১১:৩৭ এএম, ১৪ জুলাই ২০২৪ রোববার