ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

রাইজিংবিডি লেখক বৃত্তান্ত:

এমদাদুল হক তাসনিম

এমদাদুল হক তাসনিম

এমদাদুল হক তাসনিম। পিতা আবদুল বারেক। ১৯৮৭ সালের ১ মে, ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানাধীন মহেশপুর গ্রামে তার জন্ম। তিনি ২০১০ সালে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম ফরিদাবাদ ঢাকা থেকে দাওরায়ে হাদিস এবং ২০১১ সালে মাদরাসা দারুর রাশাদ, মিরপুর, ঢাকা থেকে সাহিত্য সাংবাদিকতা কোর্স সম্পন্ন করেন। ছাত্রজীবন থেকেই তিনি লেখালেখি শুরু করেন। জাতীয় দৈনিক, মাসিক, পাক্ষিক ও সাপ্তাহিক পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়। উল্লেখযোগ্য হলো- দৈনিক সমকাল, নয়াদিগন্ত, আমার দেশ। এছাড়া মাসিক কওমি কণ্ঠ, রহমত, কাবার পথে, আদর্শ নারী, নকীব, রাহমানী পয়গাম, আল আমানাহ, আন নাবা, মুক্ত আওয়াজ, দাওয়াতুল হক প্রভৃতি পত্রিকায় তিনি লিখেন।

প্রায় ছয় বছর মাসিক আদর্শ নারীতে সহকারী সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। বর্তমান তিনি মাসিক ইসলামী বার্তার নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। জড়িত আছেন প্রকাশনা ও ডিজাইনের কাজের সঙ্গেও। লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের অর্থ সম্পাদক তিনি।