ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৪, ১ ডিসেম্বর ২০২১   আপডেট: ১৪:১৮, ১ ডিসেম্বর ২০২১
রাজবাড়ীতে হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে বিক্ষোভ

রাজবাড়ীতে নিরাপদ সড়ক ও হাফ পাশের দাবিতে আন্দোলন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

বুধবার  (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। 

আরো পড়ুন:

বিক্ষোভ মিছিলটি ডিসি অফিস মোড় প্রদিক্ষণ করে শহরের পান্না চত্বরে অবস্থান নেয়। সেখান থেকে শিক্ষার্থীরা তাদের হাফ পাশ ও নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, ‘শুধুমাত্র কেন ঢাকা মেট্রোপলিটন এলাকার মধ্যে শিক্ষার্থীদের হাফ পাশ থাকবে? হাফ পাশ ঢাকার বাইরের শিক্ষার্থীদেরও দিতে হবে। ঢাকার বাইরের শিক্ষার্থীরা বড়লোক না যে তাদের হাফ পাশ দেওয়া যাবে না।’

শিক্ষার্থীরা আরও বলেন, ‘২০১৮ সালে আমরা যে আন্দোলন করেছিলাম। তা এখনো শুধু আশ্বাসেই রয়ে গেছে। আমরা আর কোনো আশ্বাস চাই না। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন দেখি নাই। আমরা আমাদের ৯ দফা দাবির বাস্তবায়ন চাই।’

বিক্ষোভ মিছিলে অংশ নেয় রাজবাড়ী সরকারি উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,ইয়াছিন উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারি কলেজ, ডা. আবুল হোসেন বিশ্ববিদ্যালয় কলেজ,  সরকারি আদর্শ মহিলা কলেজের শিক্ষার্থীরা।

সুকান্ত/বুলাকী

সর্বশেষ

পাঠকপ্রিয়