কিশোরগঞ্জ-২
স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন সাবেক এমপি সোহরাব
কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিন। মঙ্গলবার (২৮ নভেম্বর) দুপুরে ঢাকা থেকে ফিরে এ ঘোষণা দেন তিনি। ২০১৪ সালে তিনি এই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
ঢাকা থেকে ফিরে পাকুন্দিয়া থানাঘাট এলাকায় খোলা জিপে দাঁড়িয়ে সোহরাব উদ্দিন বলেন, দল থেকে মনোনয়ন না দেওয়ায় প্রথমে কিছুটা বিষ্মিত হয়েছিলাম।কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও কোন সমস্যা নেই বলে জানিয়েছেন। বরং স্বতন্ত্র প্রার্থীকে যেন নিরুৎসাহিত করা না হয়, এমন ঘোষণায় আমি নির্বাচনে লড়তে উৎসাহিত হয়েছি। আমি এর আগেও এ আসনের সংসদ সদস্য ছিলাম। তাই আমি জানি, এখানে আমার জনপ্রিয়তা কেমন। এতোদিন তৃণমূল পর্যায়ে কাজ করে দলকে গুছিয়েছি। আমি জানি দলের সর্বস্তরের নেতাকর্মী আমার সঙ্গেই আছেন। সুতরাং, যে কোনো প্রতীকে নির্বাচন করলেও আমার কোনো সমস্যা হবে না।
তিনি আরও বলেন, কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আমি সংসদ সদস্য ও উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে অনেক উন্নয়ন কর্মকাণ্ড করেছি। জনগণের প্রতিনিধি হিসেবে নিজের জন্য কিছুই করিনি। আমি আমার জীবনের সবটুকু করেছি এলাকার উন্নয়নে সাধারণ মানুষের জন্য।
রুমন/মাসুদ
- ১ মাস আগে চক্রান্তকারীদের সুরে কথা বলছেন ওয়ার্কার্স পার্টির বাদশা
- ২ মাস আগে জনগণ থেকে বিচ্ছিন্ন হওয়ায় পরাজয় রাঙ্গার
- ২ মাস আগে মুন্সীগঞ্জে প্রতিপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, গরু-টাকা লুট
- ২ মাস আগে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে : লতিফ সিদ্দিকী
- ২ মাস আগে বরিশালে পুলিশি বাধায় পন্ড বিএনপিপন্থী আইনজীবীদের মিছিল
- ২ মাস আগে নৌকার সমর্থকদের মারধর: বাকেরগঞ্জ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার
- ২ মাস আগে পঞ্চগড়ে যুবলীগ নেতাকে মারধর: গ্রেপ্তার ৩
- ২ মাস আগে স্থগিত আসনে নৌকা প্রতীকের নিলুফার জয়ী
- ২ মাস আগে স্বতন্ত্র প্রার্থী ওলিও’র বিরুদ্ধে শত কোটি টাকার মানহানি মামলা
- ২ মাস আগে গৌরীপুরে স্থগিত কেন্দ্রে ভোট শনিবার
- ২ মাস আগে ত্যাগীদের অবমূল্যায়ন আর চা-শ্রমিকদের ভোটই ব্যবধান গড়েছে
- ২ মাস আগে নেতাকর্মীদের বিভক্তি-দ্বন্দ্বে হেরেছেন মমতাজ
- ২ মাস আগে যে কারণে হারলেন স্বপন ভট্টাচার্য
- ২ মাস আগে মহিববুর হলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী
- ২ মাস আগে ভোট পুনঃগণনার দাবি করলেন নৌকার প্রার্থী শহিদুল ইসলাম