ঢাকা     শনিবার   ১৫ মার্চ ২০২৫ ||  চৈত্র ২ ১৪৩১

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: আমান

কেরানীগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৫, ৮ ফেব্রুয়ারি ২০২৫   আপডেট: ২১:৩০, ৮ ফেব্রুয়ারি ২০২৫
দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে: আমান

কেরানীগঞ্জের নরন্ডি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমান উল্লাহ আমান

স্বৈরাচারের প্রেতাত্মারা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছে, এজন্য সবাইকে ঐক্যবদ্ধ থেকে তা মোকাবিলার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। 

শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে কেরানীগঞ্জের নরন্ডি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। 

আমান উল্লাহ আমান বলেন, “গত ১৬ বছর মানুষ মুখ খুলে কথা বলতে পারেনি। ঘরে ঠিকমতো ঘুমাতে পারেনি। বিএনপি নেতাকর্মীরা শত শত গায়েবি মামলার আসামি হয়েছেন। গত বছরের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি।”

আরো পড়ুন:

তিনি বলেন, “বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার দেশের জন্য কাজ করছে। প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়ার জন্য তাদের কাছে দাবি জানাচ্ছি।” 

নরন্ডি আইডিয়াল স্কুলের সভাপতি জাহিদ হাসানের সভাপতিত্বে ও ঢাকা জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সভাপতি মনির হোসেন মিনু ও কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী।

ঢাকা/শিপন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়