সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার
নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পৃথক স্থান থেকে দুই জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (৩১ অক্টোবর) উপজেলার বিজয় নগরের নতুন সড়কে পাশের পরিত্যক্ত জায়গা থেকে রিজওয়ান (৩০) ও চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।
রিজওয়ান উপজেলার বারদী ইউনিয়নের ভটেরপাড়া গ্রামের মনির হোসেনের ছেলে ও পেশায় অটোরিকশাচালক ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, রিজওয়ানের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল। কিছুটা দূরে পড়ে ছিল তার অটোরিকশা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
তালতলা ফাঁড়ির উপ-পরিদর্শক সেলিম মিয়া বলেন, ‘‘ধারণা করা হচ্ছে, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশে দুর্বৃত্তরা তাকে হত্যা করেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।’’
অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চৈতী কম্পোজিট কারখানার পাশ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে হাইওয়ে পুলিশ। তার নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
ঢাকা/অনিক/রাজীব