ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৫, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ১২:০৬, ১১ নভেম্বর ২০২৫
ঝুপড়ি ঘরে স্বামী-স্ত্রীর মরদেহ

পটুয়াখালীর মহিপুরে একটি ঝুপড়ি ঘর থেকে সিরাজউদ্দিন খান (৭৫) ও তার স্ত্রী আকলিমা বেগমের (৬৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নের পেয়ারপুর গ্রামের ঘরটি থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। 

মারা যাওয়া আকলিমা সিরাজউদ্দিনের তৃতীয় স্ত্রী। এই দম্পতির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিরাজউদ্দিনের বাড়ি পাশ্ববর্তী মোয়াজ্জেমপুর গ্রামে হলেও তিনি দীর্ঘদিন ধরে পেয়ারপুর গ্রামে বসবাস করতেন। আন্ধারমানিক নদীতে খেয়া (নৌকা) চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। নদীর তীরে একটি ঝুঁপড়ি ঘরে আকলিমাকে নিয়ে বসবাস করতেন তিনি।

স্থানীয় বাসিন্দা বাদল তালুকদার জানান, ‍আজ ফজরের নামাজে সিরাজউদ্দিনকে দেখতে না পেয়ে তার বাড়িতে যান তিনি। বাড়ির সামনে গিয়ে অনেক ডাকাডাকির পরও কোনো শব্দ পাননি। পরে ভেতরে ঢুকে দেখতে পান সিরাজউদ্দিন মাটিতে পড়ে আছেন এবং তার স্ত্রী চৌকিতে শুয়ে আছেন।  চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে পুলিশে খবর দেন।

মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ হাসান বলেন, “স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মৃত্যুর রহস্য উদঘাটনে ইতোমধ্যে কাজ শুরু করেছে সিআইডি।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়