ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এক হাজার টাকায় ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, যুবকের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জ সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৩৩, ১৪ নভেম্বর ২০২৫
এক হাজার টাকায় ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ, যুবকের স্বীকারোক্তি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফুটওভার ব্রিজে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৪ নভেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় এলাকার মাদানী নগর মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রিয়াজ হোসেন (৩১) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

আরো পড়ুন:

আটক রিয়াজ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের সোনাপুর বেহাকৈর এলাকার জাকির হোসেনের ছেলে।

এলাকাবাসী জানান, ভোরে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকার ফুটওভার ব্রিজে টানানো বিএনপির ব্যানার ও ফুটওভার ব্রিজে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় একজনকে সন্দেহভাজন হিসেবে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানা ওসি মোহাম্মদ শাহিনুর আলম বলেন, ‘‘এক হাজার টাকার বিনিময়ে রিয়াজ ফুটওভার ব্রিজে অগ্নিসংযোগ করেছেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/অনিক/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়