ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা 

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৫৪, ১৪ নভেম্বর ২০২৫  
মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় অটোচালককে পিটিয়ে হত্যা 

হাসপাতাল প্রাঙ্গণে নিহত দেলোয়ার মিয়ার স্বজনের আহাজারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মোটরসাইকেলে ধাক্কা দেওয়ায় অটোরিকশার চালক দেলোয়ার মিয়া দিলুকে (৪২) পিটিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজারে দেলোয়ার মিয়াকে পেটানো হয়। তিনি ওই ইউনিয়নের চাঁনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে।

আরো পড়ুন:

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্র জানিয়েছে, শুক্রবার দুপুরে দেলোয়ার মিয়া তার অটোরিকশা নিয়ে আউলিয়া বাজারে যান। সেখানে অটোরিকশা ঘোরানোর সময় বিল্লাল মিয়ার দোকানের সামনে রাখা মোটরসাইকেলে ধাক্কা লাগে। এতে ক্ষুব্ধ হয়ে বিল্লাল মিয়া শক্ত কাঠ দিয়ে দেলোয়ার মিয়াকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিল্লাল মিয়া পলাতক আছেন। তিনি পাহাড়পুর ইউনিয়নের সান্তামোড়া গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেছেন, বিল্লালকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেলোয়ার মিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঢাকা/পলাশ/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়