ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে’

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৮, ১৪ নভেম্বর ২০২৫   আপডেট: ২০:৩৫, ১৪ নভেম্বর ২০২৫
‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও বিশ্বাসঘাতকতা করছে’

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ‘‘সরকার জনগণের সঙ্গে প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। তাদের সিদ্ধান্তে জনগণের ইচ্ছার প্রতিফলন নেই।”

তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। নিরাপত্তা উপদেষ্টার সাম্প্রতিক ভারত সফরে কী আলোচনা হয়েছে তা সরকারকে সংবাদ সম্মেলন করে জাতিকে পরিষ্কার করতে হবে।”

আরো পড়ুন:

শুক্রবার (১৪ নভেম্বর) কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামায়াত নেতা তাহের বলেন, “জীবন ও রক্ত দিয়ে বাংলার মানুষ ভারতের আধিপত্যবাদকে প্রতিহত করেছে। বশ্যতা আর মেনে নেবে না। সরকার যদি ভারতের অন্যায় আবদার ও সিদ্ধান্তের কাছে নতি স্বীকার করে, তার পরিণতি শুভ হবে না।”

নির্বাচনী সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “একটি দল সংস্কার চায় না। তারা পুরনো বস্তাপচা নিয়মে নির্বাচন করতে চাইছে। অন্তর্বর্তী সরকারও সেই ফাঁদে পা দিয়েছে। সংস্কার না হলে শহীদের রক্তের প্রতি বেঈমানি হবে।”

গণভোট প্রসঙ্গে জামায়াতের এই নেতা অভিযোগ করেন, ‘‘সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একসঙ্গে করার উদ্যোগ নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। দুটি নির্বাচন এক নয়। আলাদা গণভোট হলে অন্তত ৮০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দেবে। এ কারণেই তারা আলাদা গণভোট চায় না।”

ঢাকা/রুবেল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়