ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জামায়াতে যোগ দিলেন ঝালকাঠি বিএনপির ২০ নেতাকর্মী

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১২, ১৮ নভেম্বর ২০২৫   আপডেট: ০৯:২৭, ১৮ নভেম্বর ২০২৫
জামায়াতে যোগ দিলেন ঝালকাঠি বিএনপির ২০ নেতাকর্মী

ঝালকাঠির রাজাপুর উপজেলা বিএনপির ২০ নেতাকর্মী ও সমর্থক বাংলাদের জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। সোমবার (১৭ নভেম্বর) রাতে রাজাপুর উপজেলা জামায়াতে ইসলামীর প্রধান কার্যালয়ে তাদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির নেতারা।

মঠবাড়ী ইউনিয়নের ৩ নম্বর ইন্দ্রোপাশা ওয়ার্ডের সাবেক যুবদল সভাপতি ও সাবেক ইউপি সদস্য মামুন হোসেন এবং বিএনপি কর্মী সালমান মাহমুদের নেতৃত্বে এই যোগদান সম্পন্ন হয়।

আরো পড়ুন:

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জামায়াতে ইসলামী রাজাপুর উপজেলা আমির মাওলানা কবির হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, সাবেক সেক্রেটারি মাস্টার ফারুক আহম্মেদ, সদর ইউনিয়ন আমির মাওলানা আইয়ুব আলী, শুক্তাগড় ইউনিয়ন আমির হাফেজ মাওলানা আব্দুল আলীমসহ দলটির বিভিন্ন ইউনিটের নেতারা।

জামায়াতে যোগ দেওয়া প্রসঙ্গে সাবেক ইউপি সদস্য মামুন বলেন, “দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। বরিশালসহ বিভিন্ন স্থানে দলের হয়ে  আন্দোলনে অংশ নিয়েছি। গত বছরের ৫ আগস্টের পর স্থানীয় কিছু নেতা সম্পর্কে চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ জানালেও দলীয়ভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে আমরা বুঝতে পেরেছি, এই দলে থাকা আর সম্ভব নয়। তাই জামায়াতে ইসলামী আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা যোগদানের সিদ্ধান্ত নিয়েছি।”

রাজাপুর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ বলেন, “যারা জামায়াতে যোগদান করেছেন, তারা সেভাবে বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছিল না। তাদের কোন পদ পদবি নেই।” 

ঝালকাঠি জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমান বলেন, “জামায়াতের কর্মকাণ্ড ভালো বিধায় এই দলে অনেকেই যোগদান করেছেন।  নতুন যারা যোগ দিয়েছেন তাদের আমরা স্বাগত জানাই।”

ঢাকা/অলোক/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়