×

ঢাকা     রোববার   ০৪ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া-৬

তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৬, ৩ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:১৫, ৩ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের মনোনয়ন বৈধ ঘোষণা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে মনোনয়নপত্রটি যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেন তিনি।

নির্বাচনে অংশগ্রহণের জন্য এই আসনে তারেক রহমানসহ অন্যান্য রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তাদের মধ্যে তারেক রহমান ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেলের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।  

আরো পড়ুন:

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) দিলরুবা নূরী, জেএসডি’র আব্দুল্লাহ আল ওয়াকি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নোমান মোহাম্মদ মামুনুর রশিদ।

বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান জানান, মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র সব ঠিক থাকায় বগুড়া-৬ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলেন (বাসদ) প্রার্থী আয়কর রিটার্ন জমা না দেওয়ায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট দাখিল না করায় এবং ১০ বি ফরম জমা না দেওয়ায় জেএসডি প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ার ৭টি আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুক্রবার থেকে শুরু হয়েছে। এদিন তিনটি আসনের যাচাই-বাছাই সম্পন্ন হয়। এতে ১৯ জন প্রার্থীর মধ্যে ১২ জন প্রার্থী বৈধ এবং ৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়