ঢাকা     শুক্রবার   ১৬ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গাজীপুরে হাতুড়িপেটায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুর পূর্ব প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ১৫ জানুয়ারি ২০২৬  
গাজীপুরে হাতুড়িপেটায় পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের শ্রীপুরে মো. বিল্লাল হোসেন (৪০) নামের এক পোশাক শ্রমিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। 

বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় হামলার শিকার হন মো. বিল্লাল হোসেন। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হলে বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সকালে তার মৃত্যু হয়।

আরো পড়ুন:

নিহতের পরিবারের সদস্যরা জানিয়েছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কারখানা থেকে বের হওয়ার সময় একই প্রতিষ্ঠানের এক শ্রমিক পেছন থেকে বিল্লাল হোসেনের মাথায় আকস্মিকভাবে হাতুড়ি দিয়ে আঘাত করেন। তিনি ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। খবর পেয়ে স্বজনরা বিল্লালকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিল্লাল হোসেন জামালপুরের বকশীগঞ্জ থানার নতুন বাশকান্দা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি প্রয়াত বাচ্চু মিয়ার ছেলে। কর্মসূত্রে গাজীপুরের শ্রীপুর এলাকায় বাস করতেন বিল্লাল হোসেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) ফারুক জানিয়েছেন, বিল্লাল হোসেনের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে।

ঢাকা/রফিক সরকার/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়