ঢাকা     শনিবার   ১৭ জানুয়ারি ২০২৬ ||  মাঘ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুমিল্লায় শিশু হত্যা, চাচাতো ভাই আটক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৬, ১৬ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৪৩, ১৬ জানুয়ারি ২০২৬
কুমিল্লায় শিশু হত্যা, চাচাতো ভাই আটক

কুমিল্লার মুরাদনগরে ছয় বছরের এক শিশুকে হত্যার অভিযোগে তার চাচাতো ভাইকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জানুয়ারি) মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। 

আরো পড়ুন:

নিহত শিশু নিছা মনি ওই গ্রামের শরীফ মিয়ার মেয়ে। অভিযুক্ত রাসেল রবি মিয়ার ছেলে।

স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার সকালে নিছা মনিকে খাবারের প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে বের করে একটি নির্জন স্থানে নিয়ে যায় রাসেল। সেখানে তার ওপর নির্যাতন করা হয়। শিশুটির চিৎকার থামাতে একপর্যায়ে তার গলা চেপে ধরে হত্যা করা হয়। পরে হাত-পা ও মুখ বেঁধে বাড়ির পাশেই পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহ ফেলে দেয় রাসেল।

নিছা মনিকে দেখতে না পেয়ে তার পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রাসেলও তাদের সঙ্গে শিশুটিকে খোঁজার ভান করে এবং এলাকায় মাইকিং করার পরামর্শ দেয়। তবে, তার আচরণ সন্দেহজনক মনে হলে এলাকাবাসী তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে সে হত্যার কথা স্বীকার করে। উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে।

নিহত শিশুর দাদি ও পরিবারের অন্য সদস্যরা জানান, তাদের মধ্যে কোনো পারিবারিক বিরোধ ছিল না। নিখোঁজের প্রায় এক ঘণ্টা পর বাড়ির পাশের সেপটিক ট্যাংকের ভেতর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ট্যাংকের ঢাকনা খোলা থাকায় দ্রুত মরদেহের সন্ধান পাওয়া যায়। 

রাসেলের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নিহত শিশুর পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান জামিল জানিয়েছেন, সুরতহাল প্রতিবেদন শেষে নিছা মনির মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকা/রুবেল/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়