ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

দক্ষতা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে আইসিএমএবির সমোঝোতা

যবিপ্রবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৫, ৭ নভেম্বর ২০২৪  
দক্ষতা উন্নয়নে যবিপ্রবির সঙ্গে আইসিএমএবির সমোঝোতা

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) সঙ্গে দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সমোঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আওতায় ব্যবসায় শিক্ষায় পেশাগত দক্ষতা উন্নয়নে উচ্চতর ডিগ্রি, শিক্ষা কেন্দ্র ও গবেষণাসহ বিভিন্ন লক্ষ্য বাস্তবায়ন হবে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুর ১২টায় যবিপ্রবির প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

যবিপ্রবি রেজিস্ট্রার (চলতি দায়িত্ব) মোহাম্মদ এমদাদুল হক এবং আইসিএমএবির সহ-সভাপতি মো. আক্তারুজ্জামান প্রশাসনিক পর্যায়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। সমঝোতা স্মারকে দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় করেন যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও আকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন এবং ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং (এফবি) বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

এ চুক্তির মাধ্যমে যবিপ্রবির ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত শিক্ষার্থীরা সার্টিফায়েড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট (সিএমএ) ডিগ্রি অর্জন, দুই প্রতিষ্ঠানের সম্মিলিত গবেষণা সম্পাদন, লার্নিং সেন্টার ও বৃত্তির সুবিধা পাবেন। এর ফলে শিক্ষার্থীরা ভবিষ্যতে তাদের সুন্দর ও মসৃণ ক্যারিয়ার গঠন করতে পারবেন।  

এ সময় আরও উপস্থিত ছিলেন, যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন ও এআইএস বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ কামাল হোসেন, এফবি বিভাগের চেয়ারম্যান ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আইসিএমএবির কোষাধ্যক্ষ আব্দুল মতিন পাটোয়ারী, নির্বাহী পরিচালক মো. মাহবুব উল আলম, যবিপ্রবির এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন, মো. হোসাইন আলী, প্রভাষক ফজলুর রহমান, সানজিদা আফরিন, ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক মাঈন উদ্দিন, মার্কেটিং বিভাগের প্রভাষক এস এম মনিরুল ইসলাম, মো. বেলাল হোসেন প্রমুখ।

/ইমদাদুল/মেহেদী/


সর্বশেষ

পাঠকপ্রিয়