ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি

বেরোবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ১৬ নভেম্বর ২০২৫  
২৪ ঘণ্টার মধ্যে ব্রাকসুর তফসিল ঘোষণার দাবি

‎বেগম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (ব্রাকসু) নির্বাচনের দ্রুত তফসিল ঘোষণার দাবিতে স্মারকলিপি প্রদান করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্রাকসুর প্রধান নির্বাচন কমিশন অধ্যাপক  ড.শাহজামান বরাবর তারা এ স্মারকলিপি দেন। পরে তারা এ নিয়ে সংবাদ সম্মেলন করেন।

আরো পড়ুন:

এ সময় ‎শিক্ষার্থীরা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তফসিল ঘোষণার আল্টিমেটাম দেন। এর মধ্যে তফসিল ঘোষণা করা না হলে যেকোনো কিছুর জন্য প্রশাসন দায়ী থাকবে বলে জানান তারা।

‎অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী আলবীর ইসলাম বলেন, “তফসিল ঘোষণা না করার ফলে নির্বাচন নিয়ে আমরা শিক্ষার্থীরা একটা দোদুল্যমান অবস্থার মধ্যে আছি। আমাদের দাবি একদিনের মধ্যে তফসিল ঘোষণা করতে হবে। এ প্রশাসন আমাদের দাবি আদায় সর্বদা সচেষ্ট থাকবে। যদি তারা আমাদের দাবি আদায়ে ব্যর্থ হয়, তাহলে শিক্ষার্থীরা যা করবে এর জন্য প্রশাসন দায়ী থাকবে।”

অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “গঠনতন্ত্র পাওয়ার ২০ দিন পেরিয়ে গেলেও নির্বাচন নিয়ে কোনো স্পষ্ট বার্তা আমরা পাইনি। আমরা আজ স্মারকলিপি দিলাম। আগামী ২৪ ঘণ্টার মধ্যে রোডম্যাপ ঘোষণা না করার ফলে কোনো অস্থির পরিস্থিতি সৃষ্টি হলে তার সম্পূর্ণ দায়ভার বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে।”

এ বিষয়ে ‎প্রধান নির্বাচন কমিশনার ড. শাহাজামান বলেন, “আমরা আজকের মধ্যে শিক্ষার্থীদের মাঝে আচরণবিধি প্রকাশ করে দিব। তারা দ্রুত মতামত জানালে আমাদের কাজটা করা সহজ হবে। তারপর সিন্ডিকেটের মাধ্যমে এটি অনুমোদন করা হবে। তাছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন নীতিমালাসহ তাদের ছাত্র সংসদ নির্বাচন সংক্রান্ত উপকরণগুলো চেয়েছি। আমরা দ্রুত ব্রাকসু করার চেষ্টা করব।”

ঢাকা/‎সাজ্জাদ/মেহেদী

সর্বশেষ

পাঠকপ্রিয়