ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বয়স্করা প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে বেশি পারদর্শী: টুইঙ্কেল

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২১, ৮ নভেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫১, ৮ নভেম্বর ২০২৫
বয়স্করা প্রেমের সম্পর্ক লুকিয়ে রাখতে বেশি পারদর্শী: টুইঙ্কেল

বলিউডের প্রাক্তন অভিনেত্রী টুইঙ্কেল খান্না। লেখক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা চলছে তার। তবে এরই মাঝে অভিনেত্রী কাজলকে নিয়ে ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কেল’ শিরোনামে টক শো সঞ্চালনা করছেন এই অভিনেত্রী। 

এ শোয়ের নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত হন ফারাহ খান ও অনন্যা পান্ডে। বিভিন্ন প্রজন্ম সম্পর্ক ও ব্যক্তিগত সীমারেখাকে কীভাবে দেখে, তা নিয়ে মতবিনিময় হয়। বয়স্করা কী তরুণদের তুলনায় তাদের সম্পর্ক গোপন রাখতে বেশি দক্ষ? এই প্রশ্নের মধ্য দিয়ে ‘এগ্রি/ডিসএগ্রি’ (সম্মতি/অসন্মতি) সেগমেন্টে শুরু হয়। 

আরো পড়ুন:

টুইঙ্কেল খান্না, ফারাহ খান এবং অনন্যা পান্ডে এতে ‘এগ্রি’ করেন। কিন্তু কাজল ভিন্ন মত প্রকাশ করেন। অনন্যা পান্ডে মজা করে বলেন, “আপনারা সবাই খুব ভালো পারেন।” টুইঙ্কেল যোগ করেন, “বয়স্করা অনেক বেশি পারদর্শী, তাদের অনেক অনুশীলন আছে।”

তবে কাজল একমত হননি। ‘বাজিগর’ তারকা বলেন, “আমি মনে করি, তরুণরা তাদের জীবনের সবকিছু অর্থাৎ সম্পর্কসহ সব লুকাতে অনেক বেশি পারদর্শী।” এ কথা শুনে অনন্যা পান্ডে বলেন, “সোশ্যাল মিডিয়ার কারণে এখন কিছুই গোপন থাকে না।” নির্মাতা ফারাহ খান বলেন, “তরুণরা এখন এমনকি প্রেমে না থাকলেও নিজের ব্যক্তিগত জীবন অনলাইনে পোস্ট করেন।”

এরপর প্রশ্ন রাখা হয়, আজকের প্রজন্ম কী তাদের পার্টনার পোশাকের ঘন ঘন বদলায়? এ বক্তব্যের পক্ষে ‘এগ্রি’ করেন টুইঙ্কেল খান্না। কিন্তু বাকিরা অসম্মতি জানান। টুইঙ্কেলের যুক্তি—“এটা ভালো দিক। কারণ আমাদের সময় ভাবতাম, ‘মানুষ কী বলবে? এটা করা যায় না।’ এখনকার ছেলেমেয়েরা দ্রুত পার্টনার বদলাচ্ছে, আমি মনে করি এটা ইতিবাচক।”

তবে অনন্যা পান্ডে এ বিষয়ে ভিন্ন মত প্রকাশ করেন। এ অভিনেত্রী বলেন, “মানুষ সব সময়ই পার্টনার বদলাচ্ছে, আগে সেটা নীরবে হতো। অর্থাৎ বিষয়টি নতুন নয়, এখন বেশি দৃশ্যমান।” এ বিষয়ে টুইঙ্কেল খান্না বলেন, “তাদের জন্য বিষয়টি এখন সহজ, কারণ তাদের কোনো মানসিক বোঝা নেই। তারা ভাবে, ‘এটা কাজ করছে না, তাহলে এগিয়ে যাই।”

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়