ঢাকা চলচ্চিত্র উৎসবে জীবন শাহাদাতের ‘সম্পর্ক’
টানা তিনবার ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অফিশিয়াল সিলেকশন পেয়ে হ্যাটট্রিক করলেন দেশের মেধাবি নির্মাতা জীবন শাহাদাত। আগামী ১০ জানুয়ারি শুরু হতে যাওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তার পরিচালিত ‘সম্পর্ক’ শিরোনামের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে।
‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এবারের উৎসবে বিশ্বের ৯১টি দেশের ২৬৭টি চলচ্চিত্র প্রদর্শিত হওয়ার কথা রয়েছে। প্রয়াত কবি, নির্মাতা ও অভিনেতা তারেক মাহমুদের কবিতা অবলম্বনে নির্মিত ‘সম্পর্ক’ চলচ্চিত্রটিতে কণ্ঠ দিয়েছেন পশ্চিমবঙ্গের অভিনেতা সুদীপ মুখার্জি।
শাহারিয়ার চয়নের সিনেমাটোগ্রাফিতে নির্মিত এই চলচ্চিত্রে অভিনয় করেছেন জীবন শাহাদাত, তামান্না তাশফিয়া, ওয়ালিউর রহমান, সাজু আহমেদ ও সাইফুল টিটু। উৎসবের অংশ হিসেবে ১১ জানুয়ারি, সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘরের সুলতানা কামাল অডিটোরিয়ামে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে।
জীবন শাহাদাত বলেন, “এই উৎসবের মধ্য দিয়ে ‘সম্পর্ক’ প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে। চলচ্চিত্র নির্মাতা হিসেবে বিশ্বের যেকোনো জায়গায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ আমার জন্য আনন্দের ও গর্বের।”
উল্লেখ্য, এর আগে জীবন শাহাদাতের নির্মিত ‘ছাদবাগান’ ও ‘নেমপ্লেট’ চলচ্চিত্রও ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার ‘সম্পর্ক’ যুক্ত হলো তার সাফল্যের তালিকায়।
ঢাকা/রাহাত/শান্ত