ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে গ্রামবাসীর সশস্ত্র লড়াইয়ে নিহত ৩০

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০২:৪৯, ৬ সেপ্টেম্বর ২০২০   আপডেট: ১২:১৯, ৬ সেপ্টেম্বর ২০২০
সোমালিয়ায় আল শাবাবের বিরুদ্ধে গ্রামবাসীর সশস্ত্র লড়াইয়ে নিহত ৩০

মধ্য সোমালিয়ায় জঙ্গিগোষ্ঠী আল শাবাবের হাত থেকে গবাদি পশুকে রক্ষা করতে সশস্ত্র প্রতিরোধ গড়েছিল গ্রামবাসী। স্থানীয় কর্মকর্তাদের বরাতে এই খবর দিয়েছে কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা।

শনিবার (৫ সেপ্টেম্বর) গালমুদুগ অঞ্চলের কর্তৃপক্ষের মুখপাত্র ওসমান ইসে নুর বার্তা সংস্থা ডিপিএ’কে বলেছেন, শাবিলো গ্রামের বাসিন্দারা সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করতে অস্ত্র হাতে নিয়েছিল। তাতে অন্তত ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১৬ জঙ্গি রয়েছে। ওসমান যোগ করেছেন, ‘সশস্ত্র গ্রামবাসীরা জঙ্গিদের হাত থেকে তাদের গবাদিপশুকে রক্ষা করতে লড়াই করেছে।’

দুই পক্ষের মধ্যে পাঁচ ঘণ্টা গোলাগুলি চলেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর)। তাদের ১৪ গ্রামবাসী নিহত হয়েছেন এবং গালকায়ো শহরের একটি হাসপাতালে অনেককে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয় নেতা আবদি সিয়াদ।

আরও কয়েকজন স্থানীয় নেতা জানান, সোমালিয়ার মধ্য ও দক্ষিণাঞ্চলের বড় অংশে সর্বময় কর্তৃত্ব দাবি করছে আল কায়েদার সমর্থিত গ্রুপ আল শাবাব। তাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে দাঁড়াতেই গ্রামবাসী প্রতিরোধ গড়েছে। এক নেতা বলেছেন, ‘মুদুগের শাবিলোর স্থানীয় বাসিন্দাদের অস্ত্র সমর্পণ করতে চাপ দিয়েছিল জঙ্গিরা এবং গবাদি পশু দিয়ে দিতে বলেছিল। অনেক বছর ধরে তারা স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে কথিত পবিত্র যুদ্ধ করছে। জঙ্গি গোষ্ঠীর চাপের কারণে স্থানীয়রা ক্লান্ত।’

প্রতিরোধ গড়তে গ্রামবাসীকে অস্ত্র সরবরাহ করতে সোমালি সরকারকে অনুরোধ জানিয়েছে আবদি সিয়াদ।

ঢাকা/ফাহিম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়