ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

ভোটের লড়াইয়ে এগিয়ে যাচ্ছেন মমতা 

আন্তর্জাতিক ডেস্ক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৪, ২ মে ২০২১   আপডেট: ১৬:২৭, ২ মে ২০২১
ভোটের লড়াইয়ে এগিয়ে যাচ্ছেন মমতা 

কলকাতার সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়েছে নন্দীগ্রামে সর্বশেষ গণনায় এগিয়ে গেছেন মমতা ব্যানার্জি। 

বিভিন্ন সূত্রে জানা গেছে,  শুরুর দিকে পিছিয়ে পড়া মমতা ব্যানার্জি দুপুর ২টার সময় ভোট গণনায় ১৪০০ ভোটে এগিয়ে ছিলেন। তবে এ তথ্যের নিশ্চিয়তা মেলেনি নির্বাচন কমিশনের কাছ থেকে। উল্টো নির্বাচন কমিশন জানিয়েছে, নন্দীগ্রামের ভোট গণনায় কিছুটা জটিলতা তৈরি হয়েছে। সার্ভারে কারিগরি ত্রুটির কারণে ভোট গণনা বাধাগ্রস্ত হচ্ছে।

পশ্চিমবঙ্গ বিধানসভার নির্বাচনের ফলাফল ঘোষণা করা হচ্ছে। ২৯৪টির মধ্যে ২০৩ আসনে ভোট গণনায় তৃণমূল কংগ্রেস এগিয়ে আছে। বড় কোন বিপর্যয় না হলে পশ্চিমবঙ্গে তৃতীয়বারের মতো তৃণমূল কংগ্রেসই সরকার গঠন করতে চলেছে।

যে কয়টি আসনে এগিয়ে যারা 

পশ্চিমবঙ্গ আসাম কেরালা তামিলনাড়ু পদুচেরি
দল আসন(২৯২) দল আসন(১২৬) দল আসন(১৪০) দল আসন(২৩৪) দল আসন(৩০)
তৃণমূল ২০৩ বিজেপি ৭৮ এলডিএফ  ৯১ এডিএমকে ৯২ ইউপিএ
বিজেপি ৮৬ কংগ্রেস ৪৭ ইউডিএফ ৪৫ ডিএমকে ১৪১ এনডিএ ১১
জোট অন্যান্য বিজেপি অন্যান্য অন্যান্য
অন্যান্য     অন্যান্য        

পশ্চিমবঙ্গের সব আসনের মধ্যে নন্দীগ্রামই হলো হট আসন। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ জানিয়েছেন বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী। তৃণমূল ছেড়ে শুভেন্দু গেল বছরের ডিসেম্বরে বিজেপির ছায়াতলে আশ্রয় নেন। 

নির্বাচনের আগে শুভেন্দু জানিয়েছিলেন, নন্দীগ্রাম তার আসন। এখানে তিনি অবশ্যই জিতবেন। এই আসনে মমতা ব্যানার্জিকে ৫০ হাজার ভোটের ব্যবধানে মমতা ব্যানার্জিকে হারানোর ঘোষণা দেন তিনি। যদি জিততে না পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেওয়ারও কথা জানিয়েছিলেন পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ। 

## তৃণমূল এগিয়ে তবে মমতা পিছিয়ে!

## পশ্চিমবঙ্গে ফের তাহলে তৃণমূল সরকার!

## জরিপে এগিয়ে মমতার তৃণমূল, দাবি ছাড়ছে না মোদির বিজেপি

## পশ্চিমবঙ্গে মমতার ক্ষমতায় ফেরার ইঙ্গিত

 

ঢাকা/ইভা 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়