ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

ভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ১৪৭২

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৩, ৬ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৭:৩৫, ৬ ফেব্রুয়ারি ২০২৩
ভূমিকম্প: তুরস্কে ও সিরিয়ায় নিহত ১৪৭২

ভূমিকম্পের পর উদ্ধারকাজ চলছে। ছবি: সিএনএন

শক্তিশালী ভূমিকম্পে তুরস্কে ও সিরিয়ায় ১৪৭২ জন মানুষ নিহত হয়েছেন। তুরস্ক ও সিরিয়ায় সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোরে আঘাত হানে এই ভূমিকম্পটি। খবর সিএনএন ও আল-জাজিরা।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেন, তুরস্কেই ৯১২ জনের মৃত্যু হয়েছে।

সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের দখলে থাকা এলাকাগুলো থেকে পাওয়া তথ্য অনুযায়ী সেখানে ৫৬০ জন নিহত হয়েছেন।

বার্তা সংস্থা সানা সিরিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জানিয়েছে, সরকার নিয়ন্ত্রিত এলাকায় অন্তত ৩৩৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১০৮৯ জন। 

মানবাধিকার সংগঠন হোয়াইট হেলমেট রেসকিউ গ্রুপ জানিয়েছে, সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রিত এলাকায় ভূমিকম্পে ২২১ জন নিহত এবং ৪১৯ জন আহত হয়েছেন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, সোমবার (৬ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে সিরিয়া ও তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। তুরস্কের দক্ষিণাঞ্চলীয় গাজিয়ানতেপ শহরের কাছে মাটির ১৭.৯ কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল।

খবরে বলা হয়, ভূমিকম্প আঘাত হানার সময় অনেক মানুষ ঘুমিয়ে ছিলেন। ভবনের ধ্বংসস্তূপে অনেকে আটকা পড়েন। অনেকে মারা গেছেন। 

পড়ুন

ভূমিকম্পে সিরিয়ায় ২৩৭ জনেরও বেশি নিহত

‘আমি ৪০ বছরের জীবনে এরকম ভয়াবহ ভূমিকম্প দেখিনি’

ভূমিকম্পের সময় স্থানীয়রা ঘুমিয়ে ছিলেন

 তুরস্ক-সিরিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত শতাধিক

তুরস্কে ভূমিকম্প, সবার প্রচেষ্টায় দুর্যোগ কাঠিয়ে উঠবো: এরদোয়ান

তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প, নিহত ৭৬

তুরস্ককে সাহায্যে আগ্রহী ন্যাটো-ইইউসহ ৪৫ দেশ

তুরস্কে ৭.৫ মাত্রার আরেকটি ভূমিকম্প

তুরস্কে নিহত ৯১২: এরদোয়ান

/সাইফ/ মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়