ঢাকা     বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩১

ইরানের ওপর একসঙ্গে চোখ রাখছেন ট্রাম্প ও নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫১, ১০ নভেম্বর ২০২৪   আপডেট: ২২:৫৮, ১০ নভেম্বর ২০২৪
ইরানের ওপর একসঙ্গে চোখ রাখছেন ট্রাম্প ও নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি ও যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের হুমকির ওপর একসঙ্গে চোখ রাখছেন। রোববার এক বিবৃতিতে তিনি এ কথা বলেছেন।

নেতানিয়াহু জানিয়েছেন, তিনি গত কয়েকদিনে ট্রাম্পের সাথে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যকার জোট শক্তিশালী করার লক্ষ্যে তিনবার কথা বলেছেন।

বিবৃতিতে তিনি বলেছেন, ‘ভালো ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কথোপকথন ছিল। আমরা ইরানের হুমকি এবং তাদের তৈরি বিপদের ওপর চোখ রাখছি। আমরা শান্তির ক্ষেত্রে এবং এর সম্প্রসারণ ও অন্যান্য ক্ষেত্রেও  ইসরায়েলের সামনে বড় সুযোগ দেখতে পাচ্ছি।’

নেতানিয়াহু এর আগে ট্রাম্পকে ইসরায়েলের সবচেয়ে ভাল বন্ধু বলে মন্তব্য করেছিলেন। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইসরায়েলের অনুকূলে কিছু কাজ করে দেশটির পছন্দের পাত্র হয়েছিলেন। ইসরায়েলের বিরোধিতা করা ‘ইরান পারমাণবিক চুক্তি’ থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন ট্রাম্প। এমনকি কয়েকটি আরব দেশের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতে তিনি উদ্যোগ নিয়েছিলেন। আন্তর্জাতিক সমালোচনা উপেক্ষা করে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসাবে স্বীকৃতি দিয়েছিলেন তিনি।


 

ঢাকা/শাহেদ


সর্বশেষ

পাঠকপ্রিয়