ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

এখনই ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত: পুতিন

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ২২:৩৬, ২ ডিসেম্বর ২০২৫
এখনই ইউরোপের সঙ্গে যুদ্ধ করতে প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউরোপের সঙ্গে মস্কো যুদ্ধ করতে চায় না। তবে ইউরোপ যদি যুদ্ধ চায় তাহলে রাশিয়া সেই যুদ্ধ এখনই শুরু করতে প্রস্তুত। মঙ্গলবার মস্কোতে সাংবাদিকদের তিনি এ কথা বলেছেন।

ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপীয়দের অংশগ্রহণ সম্পর্কে জানতে চাইলে পুতিন বলেন, ইউরোপ ‘ইউরোপীয় সমঝোতা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে’ এবং ইউরোপীয়দের ‘কোনো শান্তিপূর্ণ এজেন্ডা নেই’। বরং তারা সংঘাত সমাধানের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।

তিনি বলেন, যুদ্ধের অবসানের জন্য ইউরোপের দাবি রাশিয়ার কাছে “গ্রহণযোগ্য নয়। আমরা ইউরোপের সাথে যুদ্ধ করতে যাচ্ছি না, আমি ইতিমধ্যেই ১০০বার বলেছি। কিন্তু ইউরোপ যদি আমাদের সাথে যুদ্ধ করতে চায়, তাহলে আমরা এখনই তা করতে প্রস্তুত।”

কিয়েভের ইউরোপীয় অংশীদাররা আলোচনার টেবিলে বসার জন্য চাপ দিচ্ছে এবং বিশেষ করে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তার উপর জোর দিচ্ছে যা নিশ্চিত করবে যে এটি আবার আক্রমণের শিকার হবে না।

রাশিয়ার সক্ষমতার ব্যাপারে পুতিন বলেন, “এটি ইউক্রেন নয়। ইউক্রেনে আমরা নির্ভুলতার সাথে, সঠিক উপায়ে অভিযান চালাই। তাহলে? এটি আধুনিক অর্থে বাস্তবিক যুদ্ধ নয়।”

২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। এরপর থেকে ইউক্রেনের শহর ও বেসামরিক অবকাঠামো রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণের শিকার হয়েছে।

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়