ঢাকা     রোববার   ২৬ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ১২ ১৪৩১

ঈদে রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজার পুলিশ

মাকসুদুর রহমান || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩০, ২০ আগস্ট ২০১৮   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
ঈদে রাজধানীতে নিরাপত্তার দায়িত্বে ১৪ হাজার পুলিশ

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ঈদের সময় রাজধানীতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ১৪ হাজার পুলিশ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।

সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাতের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘ঈদের পর রাজধানীতে ট্রাফিক ব্যবস্থায় আরো পরিবর্তন হবে, ইতিবাচক পরিবর্তন। যা ঈদের পর দৃশ্যমান হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ঈদগাহ ময়দানের বাইরের গেট, প্রধান গেট ও ভেতরে চেকপোস্ট থাকবে। তল্লাশির সময় লম্বা লাইন হতে পারে। এ সময় নিরাপত্তার স্বার্থে কর্তব্যরত পুলিশ সদস্যদের সহযোগিতা করতে হবে। ঈদগাহ ময়দানে ব্যাগ, ধারালো অস্ত্র, লাঠিসোঁটা আনা যাবে না। মুসল্লিরা জায়নামাজ আর বৃষ্টি হলে ছাতা সঙ্গে আনতে পারবেন। ঈদ উপলক্ষে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যাবে। বাসাবাড়ি, অফিস, বিপণিবিতানগুলোও ফাঁকা থাকবে। এ সময় মহানগরের নিরাপত্তায় পুলিশি টহল থাকবে। সেজন্য নগরবাসীকে সহযোগিতার অনুরোধ করা হচ্ছে।

এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



রাইজিংবিডি/ঢাকা/২০ আগস্ট ২০১৮/মাকসুদ/রফিক

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়