ঢাকা     শুক্রবার   ১১ অক্টোবর ২০২৪ ||  আশ্বিন ২৬ ১৪৩১

বনানীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক

প্রকাশিত: ১১:৪৭, ২০ সেপ্টেম্বর ২০২৪   আপডেট: ১১:৪৮, ২০ সেপ্টেম্বর ২০২৪
বনানীতে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে নিহত এক

রাজধানীর বনানীর কাকলি তিন রাস্তার মোড় এলাকায় ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

নিহতের নাম লিটন ভাওয়াল (৪৫)। তিনি ট্রাক ড্রাইভার ছিলেন। লিটন জামালপুরের ইসলামপুর থানার বাসিন্দা।

নিহতকে নিয়ে আসা ট্রাক মালিক মেহেদী হাসান সবুজ জানান, লিটন আমার ট্রাক চালক ছিলেন। ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে গিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

আরো পড়ুন:

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

/এসবি/

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়