ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাংলাদেশের পাকিস্তান সফর: দুই টেস্ট কখন, কোথায়

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:০৫, ৫ জুলাই ২০২৪   আপডেট: ১৫:১১, ৫ জুলাই ২০২৪
বাংলাদেশের পাকিস্তান সফর: দুই টেস্ট কখন, কোথায়

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আসছে আগস্টে  দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। 

আগামী ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট রাওয়ালপিন্ডিতে হবে প্রথম টেস্ট। আর ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর করাচিতে হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এক বিজ্ঞপ্তিতে সূচি প্রকাশ করে পিসিবি। 

আরো পড়ুন:

এর আগে বাংলাদেশ পাকিস্তানে টেস্ট খেলতে খেলতে গিয়েছিল ২০২০ সালে। পাকিস্তানের বিপক্ষে এখন পর্যন্ত ১৩টি টেস্ট খেলে বাংলাদেশের সাফল্য একমাত্র একটি ড্র। ২০১৫ সালে খুলনায় ওই টেস্ট ড্র হয়েছিল। 

এই ম্যাচ নিয়ে উচ্ছ্বাসিত বাংলাদেশ অধিনায়ক শান্ত বলনে, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে অংশ নিতে দল হিসেবে আমরা পাকিস্তান ফিরতে মুখিয়ে আছি। পাকিস্তানে খেলা সব সময় চ্যালেঞ্জিং, তবে রোমাঞ্চকর ব্যাপারও। ঘরের মাঠে শক্তিশালী একটি দলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতা গড়তে আমাদের সেরাটি দিতে হবে।’

এদিকে সূচি নির্ধারণ করায় পিসিবি ধন্যবাদ জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন, ‘আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোর সূচি নিশ্চিত করায় আমরা পিসিবিকে ধন্যবাদ জানাই। এ সিরিজে আমাদের পরীক্ষা হবে। কিন্তু এ সংস্করণে আমাদের উন্নতি দেখানোরও সুযোগ এটি।’

ঢাকা/রিয়াদ/বিজয়

সর্বশেষ

পাঠকপ্রিয়