ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

আয়ারল্যান্ডকে বেশিদূর যেতে দিলো না বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৩, ৩০ নভেম্বর ২০২৪   আপডেট: ১৩:১৬, ৩০ নভেম্বর ২০২৪
আয়ারল্যান্ডকে বেশিদূর যেতে দিলো না বাংলাদেশ

আইরিশদের অল্প রানে আটকে দিলো বাংলাদেশ।

আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে বাংলাদেশের ব্যাটসম্যানদের খুব বেশি চ্যালেঞ্জ নিতে হচ্ছে না। বোলাররা লক্ষ্য নাগালে রেখেছেন। ব্যাটিং করতে নেমে আয়ারল্যান্ড ৫০ ওভার ৬ উইকেটে ১৯৩ রান করেছে। মিরপুর শের-ই-বাংলায় আইসিসি ওমেন্স চ্যাম্পিয়নশিপের আরো ২ পয়েন্ট নিশ্চিত করার বড় সুযোগ বাংলাদেশের সামনে। 

প্রথম ম্যাচ জিতে আয়ারল্যান্ডকে চাপে রেখেছিল বাংলাদেশ। অতিথিরা সিরিজ বাঁচাতে টস জিতে ব্যাটিং নিয়ে বড় স্কোরের কথা বলেছিলেন। কিন্তু ব্যাটিং সেভাবে হয়নি বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে। বোলাররা খুব বেশি উইকেট নিতে না পারলেও চাপে রেখেছিলেন। তাতে আয়ারল্যান্ডের স্কোর বেশিদূর যায়নি।

আরো পড়ুন:

আয়ারল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৮ রান করেছেন অ্যামি হান্টার। তিনে নেমে ৮৮ বলে ৮ চারে ইনিংসটি খেলেন। এছাড়া ওরলা প্রেডাগোনিস্ট ৩৭ এবং লওড়া ডেনলি ৩৩ রান করেন। শেষ দিকে উনা রেমোন্ডহেয়র ২১ রানে আয়ারল্যান্ড দুইশর কাছাকাছি স্কোর করে। 

বাংলাদেশের সফল বোলার স্পিনার সুলতানা খাতুন। ৩২ রানে ২ উইকেট নেন তিনি। ১টি করে উইকেট পেয়েছেন নাহিদা আক্তার ও স্বর্ণা আক্তার। 

দুই দল অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে। বাংলাদেশের ব্যাটসম্যানরা প্রথম ওয়ানডেতে ২৫২ করে ম্যাচ জিতেছিল অনায়াসে। আজকের লক্ষ্যটা একেবারেই নাগালে। এক ম্যাচ হাতে রেখে বাংলাদেশ সিরিজ জিততে পারে কিনা সেটাই দেখার। 

ঢাকা/ইয়াসিন/বিজয়

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়