ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উড়ছেন রিশাদ, র‍্যাংকিংয়ে ৮৭ ধাপ উন্নতি

ক্রীড়া প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ২২ অক্টোবর ২০২৫   আপডেট: ১৬:২৩, ২২ অক্টোবর ২০২৫
উড়ছেন রিশাদ, র‍্যাংকিংয়ে ৮৭ ধাপ উন্নতি

বাংলাদেশের প্রথম স্পিনার হিসেবে ওয়ানডেতে ৬ উইকেট নিয়ে রেকর্ড করেছেন রিশাদ হোসেন। দারুণ সেই বোলিংয়ের কারণে র‌্যাংকিংয়ে ৬৫ ধাপ এগিয়েছেন তিনি। এছাড়া ব‌্যাট-বল হাতে সমান তালে পারফর্ম করে অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ৮৭ ধাপ এগিয়েছেন। 

বুধবার (২২ অক্টোবর) পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ তালিকা প্রকাশ করে আইসিসি। তাতেই র‌্যাংকিংয়ের বড় পুরস্কার পেয়েছেন রিশাদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান সিরিজের আগেও আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডেতে তুলনামূলক ভালো করেছিলেন তিনি। সব কিছুর পুরস্কার পেলেন লেগ স্পিন অলরাউন্ডার।

আরো পড়ুন:

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৩৫ রানে ৬ উইকেট নেন রিশাদ। প্রথম বাংলাদেশি স্পিনার হিসেবে এই কীর্তি করেছিলেন তিনি। এর আগে পেসার মোস্তাফিজুর রহমান দুইবার ও রুবেল হোসেন একবার ৬ উইকেট পেয়েছিলেন। ওই দিনই ব‌্যাট হাতে ১৩ বলে করেন ২৬ রান। দ্বিতীয় ম‌্যাচে গতকাল ১৪ বলে ৩৯ রান করেন ৩টি করে চার ও ছক্কায়। এরপর বল হাতে নেন ৩ উইকেট। ধারাবাহিক পারফর্ম করায় রিশাদের র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে।

বোলিংয়ে ৪৩০ রেটিং পয়েন্ট নিয়ে তার অবস্থান এখন ৬৬ নম্বরে। যা তার ক‌্যারিয়ার সেরা রেটিং পয়েন্ট ও র‌্যাংকিং। অলরাউন্ড নৈপুণ্যতে র‍্যাংকিংয়ে ১২৪ নম্বর থেকে এক লাফে ৮৭ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠে এসেছেন রিশাদ। বর্তমানে তার রেটিং ১৫১ পয়েন্ট।

রিশাদ বাদে বোলিং র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে মেহেদী হাসান মিরাজেরও। ৬ ধাপ এগিয়ে ১৮ নম্বরে আছেন তিনি। অবনমন হয়েছে তাসকিন আহমেদের। ৪ ধাপ পিছিয়ে তার অবস্থান ৩৮ এ। এছাড়া মোস্তাফিজুর রহমান ধরে রেখেছেন ৫৬তম স্থান। 

মিরাজ অলরাউন্ডার র‌্যাংকিংয়ে ১ ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন। ব‌্যাটিংয়ে বাংলাদেশের কেউ সেরা ত্রিশে নেই। ৭ ধাপ এগিয়ে তাওহীদ হৃদয়ের অবস্থান ৩৫ নম্বরে। সেরা পঞ্চাশে আছেন আর নাজমুল হোসেন শান্ত। তার অবস্থান ৪৩ নম্বরে।

ঢাকা/ইয়াসিন/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়