ঢাকা     বুধবার   ২২ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০২, ৫ ডিসেম্বর ২০১৯   আপডেট: ০৫:২২, ৩১ আগস্ট ২০২০
দলিত জনগোষ্ঠীর ৮ দফা দাবিতে মানববন্ধন

জাতপাত ও পেশাভিত্তিক বৈষম্য প্রতিরোধে ‘বৈষম্য বিলোপ আইন’ দ্রুত প্রণয়নের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) সাতক্ষীরা জেলা শাখা এ মানববন্ধন কর্মসূচি পালন করে।

এতে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, কেন্দ্রীয় নারী কমিটির সম্পাদক জয়ন্তি রানী দাশ, দিলীপ কুমার দাশ, প্রবীর দাশ, তপন দাশ, স্বরশতি রানী, বেজুল ইসলাম, মন্টু দাশ এবং সালাউদ্দিন।

এ কর্মসূচি পরিচালনা করেন দুলাল চন্দ্র দাশ।

বক্তারা বলেন, ৫ ডিসেম্বর বিশ্ব মানবিক দিবস ও ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস ঘোষণা করতে হবে। টেকসই উন্নয়নে দলিত জনগোষ্ঠীকে পেছনে রাখা যাবে না। সংসদে দলিত জনগোষ্ঠীকে সংখ্যানুপাতে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।’

এছাড়াও ৮ দফা দাবি উপস্থাপন করা হয়।


সাতক্ষীরা/শাহীন গোলদার/মাহি

রাইজিংবিডি.কম

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়