ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজমত উল্লার কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৬, ২৫ মে ২০২৩   আপডেট: ১১:০৪, ২৫ মে ২০২৩
আজমত উল্লার কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খান তার বাড়ি টঙ্গীর আরিচপুর মসজিদ রোডের দারুস সালাম মাদরাসা কেন্দ্রে ভোট দেবেন। বৃহস্পতিবার (২৫ মে) সকাল ওই কেন্দ্রে গিয়ে দেখা যায়, সেখানে ভোট গ্রহণ শুরুর আগে থেকেই দীর্ঘ লাইন ধরে অপেক্ষায় রয়েছেন ভোটাররা। 

আরও পড়ুন: গাজীপুর সিটি নির্বাচনে ভোট শুরু

আরো পড়ুন:

দারুস সালাম মাদরাসা কেন্দ্রে আজ সকালে গিয়ে দেখা যায়, নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে কমপক্ষে দুই শতাধিক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন। সময়ের সঙ্গে সঙ্গে লাইন লম্বা হচ্ছিল।

আরও পড়ুন: গাসিক নির্বাচন: ভোটারদের ভয়ভীতি প্রদর্শন করায় প্রার্থীতা বাতিল 

খোঁজ নিয়ে জানা গেছে, তৃতীয়বারের মতো অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে ৮ জন, সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

সূত্র জানায়, নির্বাচনে গাজীপুর নগরের ৫৭টি ওয়ার্ডে মোট ভোটার রয়েছেন ১১ লাখ ৭৯ হাজার ৪৬৩ জন। তাদের মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯২ হাজার ৭৪৭ জন আর নারী ভোটার ৫ লাখ ৮৬ হাজার ৬৯৮ জন। তৃতীয় লিঙ্গের ভোটার আছেন ১৮ জন।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৫ মে) সকাল ৮টা থেকে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ একযোগে ৪৮০টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) শুরু হয়। বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত।  

রফিক/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়