ঢাকা     শুক্রবার   ১৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৮ ১৪৩১

‘নারীদের অধিকার আদায়ে এ.কে. আজাদের বিকল্প নেই’

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৩৯, ২৯ ডিসেম্বর ২০২৩  
‘নারীদের অধিকার আদায়ে এ.কে. আজাদের বিকল্প নেই’

ফরিদপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদের পক্ষে ভোট চাইলেন একে আজাদের সহধর্মিণী শায়মা আজাদ শাম্মি। এসময় তিনি বলেন, নারীদের অধিকার আদায়ে এ কে আজাদের বিকল্প নেই।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেলে ফরিদপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুরালিদহ এলাকায় নারীদের নিয়ে এক উঠান বৈঠক আয়োজন করা হয়।
মিসেস আজাদ এসময় বলেন, ফরিদপুরের জনমানুষের উন্নয়নে এ কে আজাদের বিকল্প নেই।

এসময় সন্ত্রাসমুক্ত ফরিদপুর গড়তে ঈগল মার্কায় ভোট চান তিনি। ভয়ভীতি কাটিয়ে ৭ তারিখে কেন্দ্রে গিয়ে ঈগল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করেন নারী সমর্থকদের কাছে। তিনি এসময় আশ্বাস দেন, বেকারত্ব দূরীকরণসহ ফরিদপুর-৩ আসনকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে কাজ করবে স্বতন্ত্র প্রার্থী এ কে আজাদ।

এসময় আরও বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক আইভী মাসুদ, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দা নুসরাত রাসুল তানিয়া প্রমুখ।

এসময় আরও উপস্থিত ছিলেন, মিসেস আজাদের খালা মাসুদা বেগম বুলু, ছোট বোন শায়লা ইসলাম, মো. মাসুম, গোলাম মোস্তফা খোকন, জাহাঙ্গির আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার শতাধিক নারী সমর্থকরা।

তামিম/ফয়সাল


সর্বশেষ

পাঠকপ্রিয়