ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২০, ৮ জুলাই ২০২৪  
আদালতে নিজেকে নির্দোষ দাবি করলেন মামুনুল হক

মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে পুলিশের করা মামলার চার্জগঠনের শুনানিতে অংশ নিতে কুমিল্লা আদালতে এসেছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম-মহাসচিব মাওলানা মামুনুল হক এবং  খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। এসময় বিচারকের কাছে নিজেদের নির্দোষ দাবি করেন তারা।

সোমবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোছা. ফরিদা ইয়াসমিনের আদালত মামলার চার্জগঠন করেন। আসামি পক্ষের আইনজীবী মো. জসিম উদ্দীন চৌধুরী এতথ্য জানান। 

আরো পড়ুন:

এর আগে, সকাল ১০টার দিকে আদালতে আসেন মামুনুল হক।

আইনজীবী জসিম উদ্দীন চৌধুরী জানান, ২০২০ সালের ১৫ ডিসেম্বর কুমিল্লার চান্দিনার জোয়াগ পশ্চিমপাড়া এলাকায় মাহফিলের অয়োজন করা হয়। মাহফিলে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে আয়োজক ও অতিথিদের বিরুদ্ধে ১৭ ডিসেম্বর পুলিশ বাদী হয়ে মামলা করে। ওই মামলায় ছয় জনকে আসামি করা হয়। সোমবার এই মামলার চার্জগঠনের দিন ছিল। তাই আসামিরা উপস্থিত হয়েছেন। 

তিনি আরও বলেন, বিচারকের সামনে মাওলানা মামুনুল হক তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট বলে দাবি করেছেন। পরে বিচারক মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। 

রুবেল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়