ঢাকা     বুধবার   ০৬ নভেম্বর ২০২৪ ||  কার্তিক ২২ ১৪৩১

সেন্টমার্টিনে মিয়ানমার থেকে গুলিতে বাংলাদেশি নিহত

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ১০ অক্টোবর ২০২৪   আপডেট: ১৫:১৭, ১০ অক্টোবর ২০২৪
সেন্টমার্টিনে মিয়ানমার থেকে গুলিতে বাংলাদেশি নিহত

বঙ্গোপসাগরের বাংলাদেশ-মিয়ানমার জলসীমার মাঝামাঝি স্থানে গুলিতে মোহাম্মদ ওসমান নামে একজন বাংলাদেশি জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সেন্টমার্টিন দ্বীপের দক্ষিণ পশ্চিমের মৌলভীর শিল নামের বঙ্গোপসাগরের মোহনায় এই ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ হয়ে নিহত জেলে মোহাম্মদ ওসমান টেকনাফ শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকার বাচু মিয়ার ছেলে। তিনি শাহপরীর দ্বীপের বাজারপাড়া এলাকার সাইফুল কোম্পানির মালিকাধিন ট্রলারের জেলে। তবে তাৎক্ষণিক আহতদের পরিচয় জানা যায়নি।

ইউএনও মো. আদনান চৌধুরী জানান, বাংলাদেশের জেলেরা বঙ্গোসাগরের দক্ষিণ পশ্চিম মোহনায় মাছ ধরতে গেলে মিয়ানমার দিক থেকে গুলি ছোড়া হয়। এতে এক জেলে মারা যাওয়ার খবর পেয়েছি। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছে বলে জানতে পেরেছি। জেলেরা জানিয়েছে তারা বাংলাদেশের জলসীমা অতিক্রম করেনি। তারপরও বিপরীত দিক থেকে তাদের উপর গুলি ছোড়া হয়েছে।

এ বিষয়টি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান উপজেলা প্রশাসনের এই কর্মকর্তা।

এরআগে সোমবার (৭ অক্টোবর) সকালে টেকনাফের শাহপরীর দ্বীপ মোহনা থেকে পাঁচ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে যায় মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মি। পরে মঙ্গলবার দুপুরে পাঁচ বাংলাদেশি জেলেকে বিজিবি’র কাছে হস্তান্তর করেছে আরাকান আর্মি।

তারেকুর/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়