ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

গ্রেনেড হামলার মামলায় পিন্টুর খালাসের খবরে মিষ্টি বিতরণ

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৫, ১ ডিসেম্বর ২০২৪  
গ্রেনেড হামলার মামলায় পিন্টুর খালাসের খবরে মিষ্টি বিতরণ

উচ্চ আদালতে আব্দুস সালাম পিন্টুর খালাসের খবরে টাঙ্গাইলে আনন্দ মিছিল করা হয়

একু‌শে গ্রেনেড হামলার মামলায় নিম্ন-আদালতে মৃত‌্যুদণ্ডপ্রাপ্ত টাঙ্গাইল-২ (ভুঞাপুর-‌গোপালপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু উচ্চ আদালতে খালাস পাওয়ায় তার নির্বাচনী এলাকায় মিষ্টি বিতরণ করা হয়েছে। 

রবিবার (১ ডি‌সেম্বর) দুপুরে টাঙ্গাইলের শহীদ মিনারে জেলা বিএনপির নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করেন। এছাড়া জেলার ভুঞাপু‌র উপ‌জেলা প‌রিষ‌দের সাম‌নে সং‌ক্ষিপ্ত আলোচনাসভা ও বিজয় মি‌ছিল করা হয়।

আরো পড়ুন:

ভুঞাপুর উপ‌জেলা বিএন‌পির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সে‌লু ব‌লেন, শেখ হা‌সিনা সরকারের তথাকথিত রায়ে ১৭ বছর পিন্টু কারাগারে ছিলেন। মামলায় খালাস পেয়ে কারামুক্ত হওয়ার সংবা‌দে আজ‌কে বাংলা‌দেশ মু‌ক্তি পেল। এ রা‌য়ে আইনের শাসন প্রতি‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহিদ হাসান মালা বলেন, ‘‘মিথ্যা মামলা দিয়ে দীর্ঘদিন স্বৈরাচার হাসিনা সরকার আব্দুস সালাম পিন্টুকে জেলে আবদ্ধ রেখেছিল। বর্তমান সরকার বিচার বিভাগ নিরপেক্ষ করায় আজ আমরা ন্যায় বিচার পেলাম। আমরা টাঙ্গাইলবাসী আজ অনেক আনন্দিত।’’  

জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু বলেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আব্দুস সালাম পিন্টু মুক্তি পাওয়ায় টাঙ্গাইল জেলা বিএনপি জাগ্রত হয়েছে। টাঙ্গাইলবাসী আজ আনন্দিত। 

ঢাকা/কাওছার/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়