ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ ‍কুমার

রাঙামাটি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৩, ২০ জানুয়ারি ২০২৫  
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান অনুপ ‍কুমার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমা।  

সোমবার (২০ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে অনুপ কুমার চাকমাকে ‍দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে। 

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপ-সচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, “পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন, ২০১৪ এর ৬(২) ধারা অনুযায়ী মেজর জেনারেল (অব) অনুপ কুমার চাকমা অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠন-এর সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে ০২ (দুই) বছর মেয়াদে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে সরকারের সচিব পদমর্যাদায় ও আর্থিক সুবিধাদিসহ চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হলো।” 

প্রসঙ্গত, গত ৮ আগস্ট পার্বত্য উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণের পর থেকে এই পদটি শূন্য ছিল। প্রায় সাড়ে পাঁচ মাস পর চেয়ারম্যান পদে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল অনুপ কুমার চাকমাকে নিয়োগ প্রদান করে সরকার।

ঢাকা/শংকর/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়