সস্ত্রীক ছিনতাইকারীর কবলে ফেনী স্টেশন মাস্টার, গ্রেপ্তার ৩
ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

গ্রেপ্তার তিন ছিনতাইকারী, সাথে উদ্ধারকৃত মোটরসাইকেল
ফেনীর সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ঘুরতে গিয়ে সস্ত্রীক ছিনতাইকারীর কবলে পড়েছেন ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার প্রকৌশলী মীর মোহাম্মদ ইমাম উদ্দিন ও তার স্ত্রী।
মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় মুহুরী প্রজেক্ট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার দুদিন পর অভিযান চালিয়ে শুক্রবার (২৪ জানুয়ারি) সোনাগাজীর সদর ইউনিয়নের চর সাহাপুর ও সোনাপুর এলাকা থেকে ৩ ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে সোনাগাজী মডেল থানা পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন।
আসামিরা হলেন- চর সাহাপুর গ্রামের মৃত আবু আহাম্মদের ছেলে জসিম উদ্দিন (৪০), নুরুজ্জামানের ছেলে নুরুন্নবী রনি (৩০) ও চর সোনাপুর গ্রামের খায়েজ আহাম্মদের ছেলে রহিম উল্ল্যাহ ওরফে আশিক নিয়াজী ( ৩৩)।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বায়েজীদ আকন জানান, গত মঙ্গলবার ফেনী রেলস্টেশন মাস্টার ইঞ্জিনিয়ার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন স্ত্রীসহ সোনাগাজীর মুহুরী প্রজেক্ট ঘুরতে যান। সন্ধ্যা ৬টার দিকে অজ্ঞাতনামা ৮ থেকে ১০ জন ছিনতাইকারী তাদেরকে জিম্মি করে দেড় লাখ টাকা চাঁদা দাবি করেন। এসময় আসামিরা ছুরি ঠেকিয়ে তাদের কাছ থেকে নগদ ৩৫ হাজার টাকা, একটি স্বর্ণের চেইন ও একটি পালসার মোটরসাইকেল নিয়ে নিয়ে যায়।
পরে তাদেরকে সোনাপুর বাজারে নিয়ে গিয়ে মীর মোহাম্মদের এটিএম কার্ড দিয়ে বুথ থেকে টাকা তুলে নেওয়ার চেষ্টাকালে লোকজন জড়ো হলে তারা কৌশলে পালিয়ে যায়। পরদিন আসামি আশিক মীর মোহাম্মদকে মোবাইল ফোনে কল দিয়ে ২০ হাজার টাকা চাঁদা দাবি করলে ভুক্তভোগী মীর মোহাম্মদ গতকাল বৃহস্পতিবার সোনাগাজী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী ফেনী রেলওয়ে স্টেশন মাস্টার মীর মোহাম্মদ ইমাম উদ্দিন বলেন, “গত মঙ্গলবার আমি ও আমার স্ত্রী ফারজানা ইয়াসমিন সোনাগাজীর মুহুরী প্রজেক্ট এলাকায় ঘুরতে গেলে ৮/১০ জন অজ্ঞাত ব্যক্তি আমাদের ঘিরে ধরে জিম্মি করে টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। এসময় তারা আমাকে মারধর করে এবং আমার ব্যবহৃত মোটরসাইকেলটি নিয়ে যায়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে তারা পালিয়ে যায়। ঘটনার পরদিন ছিনতাইকারীদের একজন আমাকে ফোন করে ২০ হাজার টাকা দাবি করে হুমকি দিলে সোনাগাজী থানায় একটি অভিযোগ দায়ের করি।”
ওসি মো. বায়েজীদ আকন বলেন, “অভিযোগ দায়েরের পর শুক্রবার ভোররাত থেকে অভিযান চালিয়ে তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামি জসিমের বাড়ি থেকে একটি মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। শনিবার আসামিদের আদালতে উপস্থাপন করে রিমান্ডের জন্য আবেদন করা হবে।”
ঢাকা/সাহাব উদ্দিন/এস