ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৫ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অপারেশন ডেভিল হান্ট

রাজশাহীতে সাবেক যুবদল নেতা ও বিএনপি কর্মী গ্রেপ্তার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২০, ১৫ ফেব্রুয়ারি ২০২৫  
রাজশাহীতে সাবেক যুবদল নেতা ও বিএনপি কর্মী গ্রেপ্তার

রাজশাহীতে অপারেশন ডেভিল হান্ট অভিযানে সাবেক যুবদল নেতা ও এক বিএনপি কর্মীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৪ ফেব্রয়ারি) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে, গত বৃহস্পতিবার রাতে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলেন- রাজশাহী নগরীর শাহমখদুম থানার পবা নতুনপাড়া গাঙ্গপাড়া মহল্লার মৃত বাবু আকতারের ছেলে পপেল আকতার (৩৪) ও পবা রাইস মিলপাড়া মহল্লার মো. রাজুর ছেলে হিমেল রাজেস (২৬)।

এর মধ্যে, পপেল নগরীর ১৭ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। আর হিমেল রাজেস বিএনপির কর্মী। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘অপারেশন ডেভিল হান্ট অভিযানে শাহমখদুম থানার একটি মামলায় ডিবি পুলিশ তাদের গ্রেপ্তার করেছে।’’

নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক ইবরাহিম খলিল বলেন, ‘‘গত ৩ ফেব্রুয়ারি রাজশাহীর পবা উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয় চত্বরে গুলিবর্ষণ ও হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে হাট ইজারার দরপত্র লুটের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক যুবদল নেতা পপেল ও বিএনপি কর্মী হিমেল রাজেসকে। তারা ওই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।’’

ঢাকা/কেয়া/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়