শরীয়তপুর-চাঁদপুর রুটে ১৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক
শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বন্ধ থাকার ১৪ ঘণ্টা পর শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৫টার দিকে শরীয়তপুরের ভেদরগঞ্জের নরসিংহপুর ঘাটে ফেরি চলাচল শুরু হয়।
গতকাল বৃহস্পতিবার রাত ৩টার দিকে নরসিংহপুর ফেরিঘাটের ইজারা উঠানো নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে এই নৌরুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।
চাঁদপুর–শরীয়তপুর নৌপথ ব্যবহার করে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলার যানবাহন চট্টগ্রাম অঞ্চলে যাতায়াত করে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) নরসিংহপুর ফেরিঘাট সূত্র জানায়, শরীয়তপুর-চাঁদপুর রুটের নরসিংহপুর ফেরিঘাটে ১৪ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
স্থানীয়রা জানান, সাবেক ইজারাদার মমিন দিদার এবং নতুন ইজারাদার জিসান বালার মধ্যে নরসিংহপুর ফেরিঘাটের ইজরা উঠানো নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এরই জেরে উত্তেজনা তৈরি হয়। গতকাল বৃহস্পতিবার রাত ৩টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। ফলে ঘাটে আটকা পড়ে পণ্যবাহী অন্তত দেড়শো যানবাহন। ভোগান্তির শিকার হন গাড়িচালকরা। ১৪ ঘণ্টা পর সেনাবাহিনী ও পুলিশ টহলের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
নরসিংহপুর ফেরিঘাটের ব্যবস্থাপক ইকবাল হোসেন বলেন, “ইজারা উঠানোকে কেন্দ্র করে ফেরি চলাচল বন্ধ ছিল। ফলে ঘাটে গাড়ির দীর্ঘ সারি তৈরি হয়। গাড়ির চালকরা ভোগান্তির শিকার হন। আমরা বিষয়টি প্রশাসনকে অবগত করি। সেনাবাহিনী ও পুলিশ টহল দলের মাধ্যমে ফেরি চলাচল স্বাভাবিক করে যানবাহন পারাপার করা হয়। শরীয়তপুরের নরসিংপুর-চাঁদপুর ফেরিঘাটে নিয়মিতভাবে ছয়টি ফেরি চলাচল করছে।
ঢাকা/সাইফুল/মাসুদ