ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ভোলা সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৭, ২৫ আগস্ট ২০২৫  
ভোলায় নিখোঁজের দুই দিন পর শিশুর মরদেহ উদ্ধার

ফাইল ফটো

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের দুই দিন পর মিনহাজ (৪) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

মিনহাজ একই ওয়ার্ডের মফিজুল ইসলাম সেন্টু মিয়ার ছেলে।

আরো পড়ুন:

নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরের পরে নিখোঁজ হয় শিশুটি। পরে অনেক জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সকালে বাড়ির পাশের পরিত্যক্ত খালে শিশুটির লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ছিদ্দিকুর রহমান বলেন, ‘‘এ ঘটনায় পরিবারের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/ইমরান/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়